Friday, April 15, 2011

চাকাচুয়া

0 comments
সৃষ্টির বিবর্তনের রেশ ধরে আস্তে আস্তে সমাজে পুরনো রীতি বদলে গড়ে উঠেছে নতুন নতুন রীতি।
এক সময় গোষ্ঠীগত লড়াইয়ে প্রতিপক্ষকে হত্যা করাই ছিল মানুষের মূল লক্ষ্য। কিন্তু পরবর্তী সময় তা থেকে সরে আসে মানবসমাজ। নতুন সমাজে লড়াইয়ে বিজিতকে হত্যা না করে নিজেদের সঙ্গে যুক্ত করে নিতে থাকে বিজয়ীরা। উদ্দেশ্য ছিল পশুপালন ও কৃষিকাজে তাদের কাজে লাগানো। ঠিক ওই সমাজের প্রতিচ্ছবিই আমরা খুঁজে পাই লোকখেলা 'চাকাচুয়া'য়। এ খেলায় দুটি পক্ষ নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে যায়। একপক্ষের একজন 'ডাক' দিয়ে প্রতিপক্ষকে ছুঁয়ে দেওয়ার চেষ্টা করে, অন্যপক্ষ পালিয়ে বেড়ায়। ডাক দিয়ে ছুঁয়ে দিতে পারলে তাকে সেই পক্ষে যোগ দিতে হয়। এ খেলায় কোনো খেলোয়াড় 'মরা' হয় না। এভাবেই খেলতে খেলতে একপক্ষের সব খেলোয়াড়কে অন্যপক্ষ জিতে নেয়।

হাডুডু খেলায় একপক্ষের খেলোয়াড় মরা হলে অন্যপক্ষের খেলোয়াড় জীবিত হন; কিন্তু চাকাচুয়া খেলায় কোনো খেলোয়াড় মরা না হয়ে একদল আরেক দলে মিলে গিয়ে বড় একটি দলের সৃষ্টি হয়।

তৈমুর রেজা

0 comments:

Post a Comment