চোখের নিচে কালো দাগ? আয়নার সামনে
দাঁড়ালেই মন খারাপ হয়ে যায় এটি দেখে? ত্বক বিশেষজ্ঞের কাছে যাবার কথা
ভাবছেন? তার আগে কয়েকটি টিপস মেনে দেখুন না আপনার চোখের নিচের কালো দাগ
আপনাআপনি চলে যায় কি-না।
টিপসগুলো হলো এমন :
১) এখন
বাজারে কিছু কিছু আন্ডার আই ডিগিগুমেন্টেশন ক্রিম বা অয়েন্টমেন্ট পাওয়া
যায়৷ এ ধরনের ক্রিম এক থেকে দু’মাস ব্যবহার করলে সুফল পাওয়া যেতে পারে৷
তবে ভেজাল এড়াবার জন্য ব্রান্ডের অয়েনমেন্টগুলো বেছে নিন এক্ষেত্রে।
২)
পাশাপশি অনেক ক্ষেত্রে অভিজ্ঞ ডার্মাটোলজিস্ট বা স্কিন বিশেষজ্ঞগণ চোখের
নীচের কালো দাগ দুর করতে এক ধরনের স্পেশালাইজড কেমিক্যাল ব্যবহার করেন৷ এ
ধরনের কেমিক্যাল অত্যন্ত সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হয়৷ তা না হলে চোখের
মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে৷
৩) প্রচুর পরিমাণে পানি পান করুন। খাদ্য তালিকায় সবুজ শাকসবজি রাখুন।
৪) বাসায় অবসর সময়ে কচি শশা পেস্ট করে চোখের নিচে দিয়ে মাত্র ১০ মিনিট চিৎ হয়ে শুয়ে থাকুন।
৫) রোদে চলাফেরা করার সময় রোদচশমা ব্যবহার করুন।
৬) রাতের ঘুমটি হওয়া চাই একটানা। তাই আটঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন। ঘুমের আগে রিলাক্স মুডে চলে যান।
৭) যাদের তৈলাক্ত ত্বক তারা কখনোই কোল্ড ক্রিম ব্যবহার করবেন না।
৮) যাদের শুষ্ক ত্বক তারা ক্লিনজিং ক্রিম এভয়েড করবেন।
৯) মানসিক স্ট্রেস এড়িয়ে চলুন। মনকে চাঙ্গা রাখার চেষ্টা করুন সবসময়।
১০) প্রতিদিন দিনের একফাঁকে ১০ মিনিট চোখ বুজে শবাসন করুন।
মনে রাখবেন, চোখের নীচে কালোদাগ দুর করতে লেজার কোন ভাবেই ব্যবহার করা উচিৎ হবে না।
এরপরও যদি চোখের নিচের কালো দাগ না যায় তবে ত্বকবিশেষজ্ঞ বা বিউটিসিয়ানের কাছে যেতে পারেন।
বিষয় সমূহ
- Animal (67)
- Artical (29)
- Education (79)
- Fitness (19)
- Food (40)
- Game (12)
- Hijra(হিজড়া) (7)
- Journalism (23)
- Law (19)
- Liberation War(মুক্তিযুদ্ধ) (34)
- Love Effect (26)
- Mosque (42)
- Music (16)
- Nobel Prize (5)
- Organization (30)
- Others (56)
- Plants(গাছ-পালা) (29)
- Politics(রাজণীতি) (22)
- Scandal Religion (1)
- Tribe (8)
- Violence (16)
- Wikileaks (3)
Like for Update
64 Districts
- Bagerhat (4)
- Bandarban (3)
- Barisal (3)
- Bhola (3)
- Bogra (11)
- Brahmanbaria (2)
- Chandpur (4)
- Chapai Nawabganj (2)
- Chittagong (6)
- Comilla (2)
- Cox's Bazar (13)
- Dhaka (65)
- Dinajpur (6)
- Faridpur (1)
- Feni (1)
- Gaibandha (1)
- Gazipur (3)
- Gopalgonj (2)
- Habiganj (2)
- Jamalpur (4)
- Jessore (3)
- Jhenidah (2)
- Khagrachari (1)
- Khulna (3)
- Kishorgonj (2)
- Kurigram (1)
- Kushtia (3)
- Lalmonirhat (2)
- Madaripur (3)
- Magura (1)
- Manikgonj (1)
- Meherpur (2)
- Moulvibazar (14)
- Munsiganj (3)
- Mymensingh (5)
- Naogaon (8)
- Narayanganj (2)
- Natore (10)
- Netrokona (1)
- Nilphamari (2)
- Noakhali (1)
- Pabna (3)
- Panchagarh (2)
- Patuakhali (7)
- Pirojpur (1)
- Rajbari (1)
- Rajshahi (8)
- Rangamati (3)
- Rangpur (5)
- Satkhira (4)
- Sherpur (2)
- Sirajganj (5)
- Sunamganj (4)
- Sylhet (11)
- Tangail (1)
Blog Archive
-
▼
2013
(127)
-
▼
March
(37)
- অ্যাডাম পিক, শ্রীলঙ্কা
- স্ক্রাবিং
- ব্যায়াম করুন বাড়িতেই
- মারিয়ানা ট্রেঞ্চ
- র্যাব
- বিশ্ব চড়ুই দিবস
- আয়না না গোপন ক্যামেরা
- আভা
- স্বাস্থ্যকর বীট
- আর হবে না জ্বর
- বিশ্ব ভোক্তা অধিকার দিবস
- মূল্যায়িত বীমা চুক্তি
- হেপাটাইটিস 'ই' : সাধারণ জন্ডিস
- সাধারণ জ্ঞান
- নারী দিবস
- জাতীয় পতাকা অবমাননার শাস্তি
- স্ত্রী কি স্বামীকে তালাক দিতে পারেন
- জিনসের যত্নে
- নেলপলিশ
- ভারত মহাসাগরের নিচে লুপ্ত মহাদেশ
- পারমাণবিক অস্ত্র
- জগদ্দল মহাবিহার, নওগাঁ
- ব্যথা কমানোর সহজ ব্যায়াম
- কোর মাসল আকর্ষণীয় করতে
- গন্ধমুক্ত পা
- গরমে বাড়ি ঠাণ্ডা রাখবেন কী করে
- কালাজ্বর
- পেটের গঠন ঠিক রাখতে ব্যায়াম
- সনেট
- কোলাবোরেটিভ জার্নালিজম, সৈয়দ ইশতিয়াক রেজা
- অনুষ্ঠান ধারণা (Program Concept)
- সাংবাদিকের একমাত্র নিয়ন্ত্রক তার মূল্যবোধ --ইশতিয়া...
- রিপোর্টিংএ অত্যাবশ্যকীয়
- কোর মাসল আকর্ষণীয় করতে
- ঢাকা সেন্ট্রাল গার্লস হাই স্কুল
- চোখের নিচের কালো দাগ ঘুচাতে
- কুতুব শাহী মসজিদ
-
▼
March
(37)
Tuesday, March 5, 2013
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment