Saturday, March 9, 2013

অনুষ্ঠান ধারণা (Program Concept)

0 comments
অনুষ্ঠান ধারণা (Program Concept)
FIR অনুষ্ঠানটি ধারণাগতভাবে জনগণের সমস্যা ও অভিযোগ জানানোর প্লাটফর্ম বা অভিযোগ দায়ের করার অডিও-ভিজ্যুয়াল ফোরাম। এখানে অভিযোগকারী, আভিযোগ সংশ্লিষ্ট অথরিটি, বিষয় বিশেষজ্ঞ, আইনজীবি সরাসরি বিভিন্ন যোগাযোগ মাধ্যম দ্বারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। দর্শক যেসব অভিযোগ এখানে জানাবেন, তার ভিত্তিতে অনুষ্ঠান চলাকালে অভিযোগ সংশ্লিষ্ট অথরিটির কাছে FIR টিম বিভিন্ন যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করবেন এবং অভিযোগকারীকে পরামর্শ দেয়ার চেষ্টা এবং কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিত করবেন।
ধরন (Format)


  • এটা একটি Interactive Live Show

  • দেশব্যাপী সাধারণ মানুষদের সরাসরি যোগাযোগের মাধ্যমে অংশগ্রহণমূলক অনুষ্ঠান

  • স্থিতি : ৪৫ মিনিট (৬ মিনিটের বিজ্ঞাপন বিরতিসহ)

  • প্রচারের সময়: প্রতিদিন সন্ধ্যা ৬:১৫ থেকে ৭:০০টা

উদ্দেশ্য (Objective)
বাংলাদেশের দরিদ্র, সুবিধা বঞ্চিত প্রান্তিক মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্তদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, তাদের দৈনন্দিন বিভিন্ন সমস্যা, ভোগান্তির সঠিক সমাধান খুঁজে বের করতে সাহায্য করা এবং সংশ্লিষ্ট বিষয়ে দায়িত্বশীলদের ওপর সামগ্রীক চাপ সৃষ্টি করা, সেই সাথে আইন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় সরকারকে সহযোগীতা করা। এক কথায় বলতে গেলে অনুষ্ঠানটি প্রচারের উদ্দেশ্য হলো

  • প্রতিষ্ঠানের জবাবদিহিতা প্রতিষ্ঠিত করা

  • জনগণের ভোগান্তির অবসান করা

  • সেবাদানকারী বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান ও সাধারণ জণগনের মধ্যে যোগাযোগ ঘটানো

অভীষ্ট দর্শক (Target Audience)
বাংলাদেশের দরিদ্র, সুবিধা বঞ্চিত প্রন্তিক মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত ও উচ্চমধ্যবিত্তদের ও দেশের বাইরের সব শ্রেণীর দর্শক। 

উৎস: ৭১ টিভি'র ওয়েব সাইট

0 comments:

Post a Comment