
পত্রিকায় প্রায় প্রতিদিনই আমরা শুনতে পাই পোস্টমর্টেমের কথা। যে কোনো অস্বাভাবিক মৃত্যুর কারণ উদ্ঘাটন করতে দরকার হয় এই পোস্টমর্টেমের। আসুন জানার চেষ্টা করি কি এই পোস্টমর্টেম।
পোস্টমর্টেম কি?
পোস্টমর্টেমের আরেক নাম অটপসি। অটপসি শব্দটি এসেছে গ্রিক শব্দ অটপসিয়া থেকে। যার মানে 'To See For One Self'। সাধারণভাবে অটপসি হলো আইনানুগভাবে মৃতদেহ পরীক্ষা করে মৃত্যুর কারণ উদ্ঘাটন করা।
কবে শুরু হলো পোস্টমর্টেম?
খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দে মিসরীয়রা মমি তৈরির জন্য মৃতদেহকে ব্যবচ্ছেদ করত। তবে তারা শুধু ধর্মীয় কারণেই...