Thursday, November 4, 2010

অলিম্পিক গেমস

0 comments
৭৭৬ খ্রিস্টপূর্বাব্দে গ্রিক শহর এথেন্সের অলিম্পিয়াতে ইতিহাসের প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়। সেসময় এটি প্রথম অলিম্পিয়াড নামে পরিচিত হয়েছিল। এথেন্সে এই গেমসে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছিলেন ইপিটাস। ইপিটাস প্রথম অলিম্পিকের একমাত্র ইভেন্ট 'স্তাদি দৌড়'-এর বিচারক ছিলেন। স্তাদি দৌড় প্রতিযোগিতা হলো ১ স্তাদিয়া দূরত্বের দৌড় প্রতিযোগিতা। ১ স্তাদিয়া সমান ১৮৬ মিটার দূরত্ব। এতে প্রথম স্থান অধিকার করেছিলেন এলিসের কোরেবাস। এরপর থেকে প্রতি চার বছর অন্তর অন্তর অলিম্পিক গেমসের আসর বসতো। রোম সম্রাট থিউডোসিয়াম ৩৯৩ খ্রিস্টাব্দে অলিম্পিকের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। তবে নিষেধাজ্ঞা জারির পূর্ব পর্যন্ত কয়েক শতাব্দীব্যাপী অলিম্পিক গেমস ছিলো শুধুমাত্র গ্রিকদের নিজস্ব আসর। সেসময় ইভেন্টের সংখ্যা কম ছিল এবং শুধুমাত্র পুরুষরাই ইভেন্টে অংশগ্রহণ করতো।

0 comments:

Post a Comment