Monday, November 22, 2010

ইমেজ রিসাইজ

0 comments
প্রথমে Power Toy Image Resize Softwareটি Download করে নিন এখান থেকে।
এরপর তাতে ডবল ক্লিক করে ইন্সটল করুন। নিচের ফল্ডারটি ৪৭টি ছবি আছে যা আমার ডিজিটাল ক্যামেরায় তোলা আর সব মিলে পুরো ফল্ডারের সাইজ ২৮২ মেগাবাইট। ইমেজ Dimension 3648 X 2736।
ছবিগুলো রিসাইজ করার জন্য সব সিলেক্ট করে তার ওপর মাউসের রাইট বাটন ক্লিক করুন। এরপর Resize Images এ ক্লিক করুণ।
এখানে প্রয়োজন মত সাইজ করার অপশন দেয়া আছে। যেমন ৬৪০, ৮০০, ১০২৪, ২৪০। তবে এগুলোর কোনোটা যদি না দিতে চান অর্থাৎ আপনার পছন্দ মত রেজুলেশনে সেভ করতে চান তবে Advance এ ক্লিক করুন।
এরপর Customএ ক্লিক করে পছন্দ মত মান বসান। যেমন আমি বসালাম ৫০০। এখোন ওকে দিলেই পেয়ে যাবেন আপনার নতুন কপি। যদি আগের হাই রেজুলেশন ছবিগুলো আর দরকার না হয় তবে Resize the Original Pictures(Don't Copies) এ ক্লিক করুন।


দেখুন নতুন Dimension ৫০০ পিক্সেল।

0 comments:

Post a Comment