Thursday, November 4, 2010

পশ্চিম সাহারা

0 comments
আফ্রিকার মরুভূমির উপর ফসফেট সমৃদ্ধ অঞ্চল। এর সাবেক নাম স্পেনীয় সাহারা। আয়তনে ১ লাখ ৩ হাজার বর্গমাইল। এর জনসংখ্যা মাত্র ৭৫ হাজার। ১৯৭৪ এবং ১৯৭৬ সালের গোড়ার দিকে এ অঞ্চলের অধিকারকে কেন্দ্র করে মরক্কো, মৌরিতানিয়া ও আলজেরিয়ার মধ্যে মতানৈক্য দেখা দেয় এবং সংঘর্ষ বাঁধে। অবশেষে মৌরিতানিয়া ও মরক্কো ভাগাভাগি করে নেয়। সম্প্রতি মৌরিতানিয়া সাহারার অংশ ছেড়ে দেয়ায় মরক্কো তা দখল করে নেয়।

0 comments:

Post a Comment