Sunday, February 27, 2011

বিশ্বের প্রথম ইসলামিক শেয়ারবাজার সূচক

0 comments
১৬০২ সালে সুইডেনে প্রতিষ্ঠিত আমস্টারডাম স্টক এঙ্চেঞ্জ বিশ্বের প্রথম শেয়ারবাজার হিসেবে স্বীকৃত হলেও বিশ্বে প্রথমবারের মতো ইসলামিক শেয়ারবাজার সূচক চালু হয় বাহরাইনে। ডাও জোন্স ইসলামিক মার্কেট ইনডেঙ্ (ডিজিম) নামের এ ইসলামী শরিয়াহভিত্তিক সূচকটি চালু হয় ১৯৯৯ সালে। মূলত মুসলিম বিনিয়োগকারীদের শেয়ারবাজারে টানতেই এ উদ্যোগ নেওয়া হয়। একটি স্বাধীন নিয়ন্ত্রক কমিটি দ্বারা ইসলামী শরিয়াহ মোতাবেক পরিচালিত এ সূচকের অধীন কম্পানি তালিকাভুক্তির ক্ষেত্রে প্রথমপর্যায়ে অ্যালকোহল, হোটেল, ক্যাসিনো, প্রচলিত ব্যাংকিং, তামাকজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ও সমরাস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে বাদ দেওয়া হয়। দ্বিতীয় পর্যায়ে ঋণ ও সুদের ব্যবসার সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোকেও এ সূচকে তালিকাভুক্তির ক্ষেত্রে বাদ দেওয়া হয়।




Source: Kaler Kontho

0 comments:

Post a Comment