Thursday, February 3, 2011

গোবি এবং আরবের মরুভূমি সমধর্মী নয় কেন

0 comments
গোবি চীনের উত্তরে মঙ্গোলিয়ার অন্তর্গত। আর আরবের মরুভূমির অবস্থান দক্ষিণ-পশ্চিম এশিয়ায়। এটি আরবের উষ্ণ মরু অঞ্চলের অন্তর্গত। আরবের মরুভূমিতে শীত এবং গ্রীষ্মকালের উষ্ণতার মধ্যে যথেষ্ট পার্থক্য লক্ষিত হয়। আবার দিন ও রাত্রির মধ্যে উষ্ণতার পার্থক্যও কম থাকে না। এদেশ মৌসুমী বায়ুর প্রবাহের পথের অন্তর্গত নয় বলে এখানে মৌসুমী বায়ুর দ্বারা গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় না। শীতকালে পশ্চিমা বায়ু বৃষ্টিপাত ঘটায়। কিন্তু এটি পশ্চিমা বায়ুর প্রবাহ পথের অন্তর্ভুক্ত নয় বলে শীতকালেও এখানে বৃষ্টিপাত হয় না। তাই আরবের মরুভূমি নিতান্তই উষ্ণ প্রকৃতির। কিন্তু গোবি নাতিশীতোষ্ণ মরুভূমি। কারণ এটি নাতিশীতোষ্ণ মণ্ডলে অবস্থান করছে। তবে এখানেও শীত বা গ্রীষ্ম কোনো ঋতুতেই বৃষ্টিপাত হয় না । গোবি নাতিশীতোষ্ণ প্রকৃতির মরুভূমি হওয়ার স্বপক্ষে যুক্তি হচ্ছে, এটি উঁচু মালভূমির ওপরে অবস্থান করছে। তাই উচ্চতার জন্য স্বাভাবিক কারণেই এর উষ্ণতা কিছুটা কম। একে তো নাতিশীতোষ্ণ মণ্ডলে অবস্থিত আবার তার উপর উচ্চতাও কম বলে আরবের মরুভূমির মতো উষ্ণ মরুভূমি নয়, নাতিশীতোষ্ণ মরুভূমি। তাই এরা সমধর্মী নয়।
Source: Bangladesh Pratidin

0 comments:

Post a Comment