Saturday, February 19, 2011

পাথরকুচি পাতা থেকে বিদ্যুৎ

0 comments
সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই প্রিয় বাংলাদেশ। দেশে রয়েছে প্রচুর পরিমাণ অফুরন্ত প্রাকৃতিক সম্পদ। যে সম্পদগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশও হতে পারে অর্থনৈতিকভাবে একটি সমৃদ্ধিশালী উন্নয়নশীল দেশ। পাথরকুচি গাছের সঙ্গে আমরা সবাই কমবেশি পরিচিত, যে গাছটির পাতা থেকে গাছ হয়। আরও অবিশ্বাস্য ঘটনা হলো গাছটির পাতা থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। বিদ্যুৎ সমস্যা সমাধানে এই প্রযুক্তি আবিষ্কার করেছেন জগন্নাথ বিশ্ব্যবিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ড. কামরুল আলম খান। তিনি কয়েক বছর আগে এ পাতা থেকে বিদ্যুৎ আবিষ্কার করেন। তবে সমপ্রতি প্রথমবারের মতো সিলেটের কানাইঘাট উপজেলার অবহেলিত একটি গ্রামের ৫৭টি পরিবারে পাথরকুচি পাতা থেকে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে নতুন সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। পুরো দেশে যেখানে বিদ্যুৎ সংকট, লোডশেডিং চলছে_ সেই দুঃসময়ে এই শুভ সংবাদ। বর্তমানে আলম অটোলাইট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান এই প্রযুক্তির সামগ্রীগুলো বাজারজাত করছে। পাথরকুচি পাতাকে ব্লান্ডার মেশিনে জুস বানিয়ে কাচের বা প্লাস্টিকের পাত্রে ঢেলে এ বিদ্যুৎ উৎপাদন করা হয়। এই বিদ্যুৎ দিয়ে এনার্জি বাল্ব, ফ্যান, টেলিভিশন ও পিকেএল রেফ্রিজারেটর ব্যবহার করা যায়। সাধারণ বিদ্যুতের ক্ষেত্রে যেখানে গ্রাহককে প্রতি ইউনিটে খরচ গুনতে হয় ৬ থেকে ১০ টাকা, সেখানে পাথরকুচি পাতা থেকে বিদ্যুৎ মাত্র ১ টাকায় ব্যবহার করা যায়। খুব কম টাকায় এ বিদ্যুৎ সংযোগ নেওয়া যায়। মাত্র এক একর জমিতে উৎপাদিত পাথরকুচি পাতা থেকে বছরে ৬০ থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। যাতে খরচ হবে মাত্র ১২ কোটি টাকা। নতুন এই প্রযুক্তিকে কাজে লাগাতে পারলে দেশের বিদ্যুৎ সমস্যা কিছুটা হলেও লাঘব হতে পারে।


-মাহবুবুর রশিদ

0 comments:

Post a Comment