
গুজরাটের আনন্দ শহরের এক ক্লিনিকে গর্ভাশয় ভাড়াদানকারী কয়েক মা বিশ্রাম নিচ্ছেন
লিওনার্দ ও নিকোলাস জার্মান দম্পতি জন বালাজ ও সুসান লোলের ফুটফুটে যমজ সন্তান। তবে তারা শুধু জার্মান দম্পতিরই সন্তান নয়, তাদের জন্মে অংশীদারিত্ব আছে এক ভারতীয় নারীরও। ভারতীয় নারীর জরায়ুতে তাদের বেড়ে ওঠা অর্থের বিনিময়ে। আইনগত দীর্ঘ ঝুটঝামেলা শেষে সম্ভবত আগামী বছরে লিওনার্দ ও নিকোলাস জার্মানি যেতে পারবে।
ভারতের পশ্চিমাঞ্চলে গুজরাটের একটি ছোট শহর আনন্দের এক সন্তান জন্মদান ক্লিনিকে তাদের জন্ম। সেই থেকে কার্যত রাষ্ট্রবিহীন নোম্যান’স...