Saturday, December 26, 2009

অর্জুন

0 comments
মহাভারতের বর্ণনা অনুসারে অর্জুন পঞ্চপাণ্ডবের তৃতীয় পাণ্ডব। পাণ্ডুর স্ত্রী কুন্তির পাঁচ পুত্রের মধ্যে তৃতীয় এই অর্জুন ছিল তীর চালনাবিদ্যায় অদ্বিতীয়। নারায়ণের ছোট ভাই নারা পুনর্জন্মের পর অর্জুন হয়ে জন্মেছে বলে বিশ্বাস করা হয়। মহাভারতে তার অন্যতম ভূমিকা ছিল কৃষ্ণের ভগি্নপতি এবং বন্ধু হিসেবে যার মাধ্যমে সে ভগবত গীতা সম্পর্কে জানতে পারে। তার ছিল চার স্ত্রী_ দ্রৌপদী [রাজা দ্রুপদের কন্যা], চিত্রাঙ্গদা, উলুপী আর সুভদ্রা। অবশ্য প্রচলিত ধারণা অনুযায়ী, দ্রৌপদী অর্জুনের স্ত্রী ছাড়াও ছিলেন বাকি চার ভাইয়ের স্ত্রী। অর্জুন যখন তীর চালনার কৌশলে দ্রৌপদীকে জয় করে আনে, ভাইয়েরা তখন মায়ের কাছে কিছু একটা জয় করে আনার গল্প বলতে থাকলে মা কুন্তি পুরো ঘটনা না শুনেই বলে বসে যে, যাই হোক পাঁচ ভাই ভাগ করে নাও। মায়ের কথা রক্ষা করার জন্য অর্জুন তাই করেন। তবে এই ঘটনা মূলত শিবের দেওয়া বর হিসেবেই দ্রোপদীর কাছে আসে। পূর্বজন্মে অকারণে দ্রৌপদী পাঁচ গুণসম্পন্ন স্বামী চাইলে তাকে এই বলে সাবধান করে দেওয়া হয় যে, এক পুরুষের মধ্যে হয়তো এই পাঁচ গুণ পাওয়া সম্ভব নয়, তাই পরজন্মে তাকে বর দেওয়া হয় পঞ্চপাণ্ডবের স্ত্রী হিসেবে।

0 comments:

Post a Comment