Sunday, December 13, 2009

Any Weblock

0 comments
এই সফটওয়্যারটির কাজ হচ্ছে, যেকোন ওয়েবসাইট ব্লক করা। যেকোন ওয়েবসাইট। শুধু আপনাকে ওয়েব অ্যাড্রেসটি দিতে হবে। আপনি যে অ্যাড্রেসটি দিবেন, সে অ্যাড্রেসটিতে আপনি কোনভাবেই ঢুকতে পারবেন না। যদি না অ্যাড্রেসটি আপনি এই সফটওয়্যারটি থেকে আনব্লক না করেন। প্রক্সি দিয়েও ঢোকা কঠিন, এই সফটওয়্যারটি দিয়ে ব্লক করা ওয়েবসাইটে ঢোকা। তবে, কিছু কিছু প্রক্সি সাইট দিয়ে ঢোকা যায়।
বুঝিয়েই বলি।
ধরুন, আপনি ব্লক করতে চাচ্ছেন http://www.facebook.com সাইটটিকে। আপনি "Any Weblock" সফটওয়্যারটিতে ফেসবুকের অ্যাড্রেস দিয়ে সাইটটি ব্লক করে দিয়েছেন। এখন যদি আপনার ব্রাউজারে আপনার টাইপ করা অ্যাড্রেসে কখনও http://www.facebook.com/ লেখাটির অস্তিত্ব পাওয়া যায়, তাহলে আপনি কোনমতেই ফেসবুকে ঢুকতে পারবেন না। প্রক্সি সাইট দিয়ে ঢুকতে গেলেও দেখা যায়, অ্যাড্রেসে http://www.facebook.com/ লেখাটির পরে আরও অনেককিছু যুক্ত হয়। এই ক্ষেত্রে কোন প্রক্সিই কাজে আসবে না। আবার কিছু কিছু প্রক্সি সাইট আছে, যেগুলো http://www.facebook.com/ লেখাটিই প্রকাশ করে না। এমন প্রক্সি সাইট আমার চোখে অনেক কম পড়েছে। এগুলোর ক্ষেত্রে এই সফটওয়্যারটি কাজ করবে না। তবে, বিস্তারিত তো বলেই দিলাম। কাজেই, ধরে নেয়া যায়, ৮৫% নিশ্চিত থাকা যেতে পারে এই সফটওয়্যারটির দ্বারা।
এই সফটওয়্যারটি একটি ফ্রিওয়্যার সফটওয়্যার। ডাউনলোড করতে হলে নিচের লিংকে ক্লিক করুন।
"এনি ওয়েবলক"
.জিপ ফরম্যাটে আছে এই ফাইলটিও। সাইজঃ ৩৩৮.৮৩ কিলোবাইট।

0 comments:

Post a Comment