Saturday, December 26, 2009

চিত্রসেন

0 comments
গন্ধর্ব দেশের রাজার নাম ছিল চিত্রসেন। ইনি যখন দ্বৈতবনের সরোবরে সদলবলে বিচরণ করছিলেন, তখন দুর্যোধনও সেখানে বিশাল সৈন্যবাহিনী নিয়ে উপস্থিত হয়েছিলেন। মহাভারতে বর্ণিত আছে, দুর্যোধন মূলত এখানে এসেছিলেন বনবাসী পাণ্ডবদের দুর্দশা দেখার জন্য এবং সেসঙ্গে নিজের অর্থ ও সৌভাগ্য পাণ্ডবদের সামনে প্রদর্শন করে তাদের ঈর্ষাগ্রস্ত করে তুলবেন। গন্ধর্বদের সেখানে দেখে দুর্যোধন তার সৈন্যবাহিনীকে নির্দেশ দিলেন তাদের বিতাড়িত করতে। কৌরব সৈন্য আক্রমণ করতেই চিত্রসেন প্রথমে যুদ্ধে কর্ণকে পরাজিত করেন। কর্ণ এরপর পলায়ন করলেন। কিন্তু আপন ভাই দুর্যোধন ও তাদের স্ত্রীরা চিত্রসেনের হাতে বন্দি হন। প্রাণভয়ে ভীত দুর্যোধনের মন্ত্রীরা পাণ্ডবদের কাছে সাহায্য চাইতে গেলে যুধিষ্ঠিরের নির্দেশে অর্জুন গিয়ে চিত্রসেনকে পরাজিত করেন। পরাজিত চিত্রসেন অর্জুনকে সখা বলে সম্বোধন করে বলেন যে, দুর্যোধন ও কর্ণ পাণ্ডবদের উপহাস করতে এসেছিলেন বলে দেবরাজ ইন্দ্রের আদেশে তিনি দুর্যোধনকে বন্দি করেন। যুধিষ্ঠিরের অনুরোধে চিত্রসেন দুর্যোধনকে মুক্ত করে দেন। ইন্দ্র অমৃত বর্ষণ করে নিহত গন্ধর্বদের পরে পুনর্জীবিত করেন।

0 comments:

Post a Comment