Saturday, December 26, 2009

ইকারোস

0 comments
গ্রিক পুরাণ অনুযায়ী, ইকারোস ছিলেন এথেন্সের প্রথম রাজা দাইদালোসের পুত্র এবং ইয়াপুক্সের ভাই। দাইদালোস ছিলেন স্থপতি ও ভাস্করশিল্পী। নগর গঠনে তিনি অনেক কাজ করেছেন। দাইদালোস অপরিসীম ক্ষমতাধর শাসকও ছিলেন। তিনি কোনো অন্যায় সংঘটিত হলে সঙ্গে সঙ্গে তার বিচার করে অপরাধীকে শাস্তি দিতেন। ক্ষমতা-দ্বন্দ্বের কারণেই তিনি তালউসকে দোষী সাব্যস্ত করে শাস্তি দেন। কিন্তু তালউসের বাহিনী আক্রমণ করলে তিনি সন্তান ইকারোসকে নিয়ে পালাতে থাকেন। তারা মোম দিয়ে পাখা তৈরি করে উড়ে যাচ্ছিলেন। দাইদালোসের নির্দেশ ছিল বেশি ওপর দিয়ে না উড়তে। কিন্তু ইকারোস নির্দেশ অমান্য করে উঁচু স্থান দিয়ে উড়তে গেলে সূর্যের তাপে মোম গলে যায় এবং তিনি সাগরজলে ডুবে মারা যান। দাইদালোস তার এই প্রিয় সন্তানকে পরে সমাহিত করেন।

0 comments:

Post a Comment