Sunday, December 13, 2009

লালবক

0 comments
লিখেছেন : সোমা

নামটি আমার বলি - লালবক

ইংরেজিতে বলি - Purple heron
বৈজ্ঞানিক নাম - ardea purpurea
আমার যত নাম - লালবক, লালকাক
দেখতে আমি যেমন - আমি আকারে প্রায় ৭০সে.মি।বুক-পিঠ নীলচে বেগুনি রংয়ের পালকে ছাওয়া। লম্বা ধারালো হলুদ ঠোঁট ও পা,উরুর পালক গুলো লালচে বাদামী রংয়ের,লম্বা গলায় লালচে বাদামী আর নীলচে বেগুনির লম্বা ডোরা আছে।আমার চিকন মাথায় টিকিও দেখতে পাবে।
যেথায় আমার বাস-নিবাস - বাংলার সুন্দরবন এলাকায় আমায় বেশি দেখতে পাবে। জলার ধারে শিকারের আশায় চুপটি করে দাঁড়িয়ে থাকি,দেখা পেলেই টুক করে গলা বের করে ঠোঁট দিয়ে শিকারকে গেঁথে ফেলি।উঁচু গাছের ডালে শুকনো চিকন ডাল,ও খরকুটো দিয়ে বাসা বানাই।
আমার খাবার মেন্যু - মাছ,সাপ,ব্যাঙ,শামুক।প্রজনন সময় -জুন থেকে মার্চ। ডিম সংখ্যা-৩ থেকে ৫ টি










0 comments:

Post a Comment