প্রকাশিত হয় 'যায়যায়দিন' এ
জর্জ বুশকে জুতা ছুড়ে বিশ্বব্যাপী আলোচনায় উঠে আসা ইরাকি সাংবাদিক মুনতাজের আল জায়েদি এবার নিজেই হয়েছেন জুতা হামলার শিকার।
প্যারিসে মঙ্গলবার একটি সংবাদ সম্মেলনে জায়েদিকে লক্ষ্য করে জুতা ছুড়ে মারা হয়। তবে বুশের মতোই মাথা নিচু করে আঘাত এড়ান তিনি।
টেলিভিশন চিত্রে দেখা যায়, এক পাটি জুতা উড়ে গিয়ে জায়েদির পেছনের দেয়ালে আঘাত হানে। জুতা নিক্ষেপকারী ব্যক্তি ছিলেন জায়েদির মতোই এক ইরাকি সাংবাদিক। ফরাসি সংবাদ মাধ্যমগুলো জানায়, জুতা হামলাকারী সাংবাদিককে যুক্তরাষ্ট্রের পক্ষে লেখালেখি করায় ইরাক থেকে বিতাড়িত করা হয়।
তবে তার নাম প্রকাশ করা হয়নি।
জুতা ছোড়ার সময় জায়েদিকে ‘স্বৈরাচারের দালাল’ হিসেবেও আখ্যায়িত করেন হামলাকারী। যুদ্ধবিধ্বস্ত ইরাকের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে প্রচারের জন্য জায়েদি প্যারিসে ওই সংবাদ সম্মেলনে অংশ নিচ্ছিলেন।
ইরাকে যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসনের’ প্রতিবাদ হিসেবে গত বছর বাগদাদে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বুশকে লক্ষ্য করে দুপাটি জুতা ছুড়ে মারেন টিভি সাংবাদিক জায়েদি। এজন্য কারাভোগও করতে হয় তাকে। কিন্তু একই কারনে এই সাংবাদিকের কোন কিছুই হলনা।
আর ওই ঘটনার জন্য সাধারণ ইরাকিদের কাছে বীরের মর্যাদা পান তিনি।
সূত্র : রয়টার্স
0 comments:
Post a Comment