Sunday, December 13, 2009

কিবোর্ড Remapper

0 comments


অনেক সময় কিবোর্ডের কোন Button ঠিক মত কাজ না করলে আপনি অন্য যে কোন Key তে ওই Key প্রতিস্থাপন করতে পারবেন । আপনার কিবোর্ডের কোন Key অনবরত কাজ করতে থাকলে আপনি ইচ্ছা করলে ওই Key কে Disable করতে পারবেন। যেমন যদি আপনার কিবোর্ডের R key সব সময় Press হয়ে থাকে তাহলে আপনি ওই R Key কে Disable করতে পারবেন। অন্য যে কোন Key যেমন Left Alt অথবা যে কোন Key তে ওই R Key কে প্রতিস্থাপন করতে পারবেন ।
আপনার সাধারন কিবোর্ডে মাল্টিমিডিয়া কিবোর্ডের কাজ করতে পারবেন। যেমন আপনি ইচ্ছা করলে Numeric + অথবা যে কোন Key কে Volume Up Key তে প্রতিস্থাপন করতে পারবেন এবং Numeric - অথবা যে কোন Key কে Volume Down Key তে প্রতিস্থাপন করতে পারবেন ।
আপনার কিবোর্ডকে নিজের ইচ্ছামত সাজাতে পারবেন এবং কিবোর্ডের যে কোন সম্যসার সমাধান করতে পারবেন । KeyBoard Remapper সম্পর্কে যারা জানেন তাদের জন্য এই পোষ্ট না ।
MediaFire Direct Download Link (Only 265 KB)
Click This Link
Software Install করে Key প্রতিস্থাপন করার পর ইচ্ছা করলে Uninstall করে দিতে পারেন। যে কোন সময় Restore All Defaults করতে পারবেন ।

0 comments:

Post a Comment