Saturday, March 5, 2011

বেতনের জন্য ৪৫ বছর অপেক্ষা করে অবশেষে বেতন ছাড়াই অবসর গ্রহন

0 comments
কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের চিথলিয়া গ্রামের মৃত বাছের মলিকের ছেলে আব্দুল মান্নান এসএসসি সমমান পরীক্ষায় পাশ করে এ অঞ্চলে ধর্মীয় শিক্ষার আলো ছড়িয়ে দেবার লক্ষে ১৯৬৫ সালে চিথলিয়া গ্রামে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ফোরকানিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।

১৯৭৭ সালে প্রতিষ্ঠানটি এবতেদায়ী হলে তিনি ক্বারী পদে নিয়োগ পান। পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠানটি দাখিল মাদ্রাসার স্বীকৃতি পায়। একদিন প্রতিষ্ঠানটি সরকারী করন হবে এবং তিনি বেতনভাতা পাবেন, পরিবারে স্বছলতা আসবে এই আশায় দীর্ঘ ৪৫ বছর অপেক্ষা করে সরকারী চাকুরীর অবসরের বয়সসীমা অতিক্রান্ত হওয়ায় অবশেষে আব্দুল মান্নান (৭৩) বেতন ছাড়াই অনানুষ্ঠানিক অবসর গ্রহন করেছেন। সরকার যায়, সরকার আসে, কেউ কথা না রাখলেও দীর্ঘ অপেক্ষার পরও আব্দুল মান্নান বুক ভরা ব্যাথা নিয়ে অবসর নিলেও তিনি এখনো দৃঢ় আশাবাদী বর্তমান সরকার চিথলিয়া দাখিল মাদ্রাসাটি এমপিওভুক্ত করে অত্রাঞ্চলে ধর্মীয় শিক্ষার আলো ছড়াবার সুযোগ করে দেবেন। ৫ সন্তানের জনক আব্দুল মান্নানের শেষ ইচ্ছা চিথলিয়া দাখিল মাদ্রাসাটির এমপিওভুক্তি দেখা এবং মৃত্যুর পর যেন তাঁকে মাদ্রাসাটির পাশেই দাফন করা হয়।

Source: UK-News

0 comments:

Post a Comment