Friday, March 18, 2011

সেরেঙ্গেটি মাইগ্রেশন

30 comments
তানজানিয়ার সেরেঙ্গেটি অঞ্চলের নাম হয়তো কেউ কেউ শুনে থাকবেন। কারণ সেখানকার ওয়াইল্ড লাইফ রিজার্ভেই ঘটে চমকপ্রদ এবং বিস্ময়কর ঘটনা। সেখানে প্রতিবছর প্রায় ২০ লাখ তৃণভোজী প্রাণী পৃথিবীর সবচেয়ে বড় মাইগ্রেশনে অংশগ্রহণ করে খাবার ও পানির খোঁজে। তার মধ্যে প্রায় দেড় লাখ প্রাণী হল সেরেঙ্গেটির বিখ্যাত ওয়াইল্ড বিস্ট। তানজানিয়ার সেরেঙ্গেটি ওয়াইল্ড লাইফ রিজার্ভ থেকে শুরু করে এরা দক্ষিণ কেনিয়ার মাসাইমারা অঞ্চল হয়ে আবার ফিরে আসে সেরেঙ্গেটিতে। ৫০০ কিলোমিটারের এ পথ তারা অতিক্রম করে এপ্রিল থেকে ডিসেম্বর মাসের মধ্যে।

-তাসমিন

30 comments:

Post a Comment