Sunday, March 13, 2011

বুরকিনা ফাসো

0 comments
বুরকিনা ফাসো আফ্রিকা মহাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থিত। দেশটি পূর্বে 'আপার ভোল্টা' নামে পরিচিত ছিল। সম্পূর্ণ স্থলবেষ্টিত এই দেশটিতে ফুলানি জাতিগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ।

ঐতিহাসিক পটভূমি

বর্তমান বুরকিনা ফাসো অঞ্চলে ১৪ শতকে মোসি এবং গুরমা জাতির মানুষেরা বসতি স্থাপন করে। ২০ শতকেও মোসিদের রাজ্যের অস্তিত্ব টিকে ছিল। ১৯ শতকের শেষ দশকে এ অঞ্চল ফরাসিদের অধিকারে চলে যায়। ১৯৬০ সালে বুরকিনা ফাসো ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে। ১৯৭০ এবং ১৯৮০ সালব্যাপী এখানে যে অস্থিতিশীলতা বিরাজ করছিল, তার সূত্র ধরে ১৯৯০ সালে বিভিন্ন দলের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। হাজার হাজার কৃষিজীবী প্রতিবছর দক্ষিণের কোট ডিভয়ার এবং ঘানাতে অভিবাসন করে।

অবস্থান ও আয়তন

১৩০০র্০ উত্তর অক্ষাংশ এবং ২০০র্০ পশ্চিম দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। দেশটির উত্তরে মালি, পূর্বে নাইজার, দক্ষিণ-পূর্বে বেনিন, দক্ষিণে টোগো ও ঘানা এবং দক্ষিণ-পশ্চিমে আইভরিকোস্ট।

দেশটির আয়তন প্রায় ২,৭৩,৮০০ বর্গকিলোমিটার। আয়তনের দিক থেকে এটি বিশ্বের ৭৪তম বৃহত্তম দেশ।

প্রশাসনিক ব্যবস্থা

দেশটিতে ১৩টি অঞ্চল, ৪৫টি প্রদেশ ও ৩০১টি ডিপার্টমেন্ট আছে।

উচ্চতম স্থান

দেশটির উচ্চতম স্থান হচ্ছে টিনাকউরো, যা সমুদ্র পৃষ্ঠ থেকে ২,৪৫৭ ফুট উঁচুতে অবস্থিত।

জলবায়ু

বুরকিনা ফাসোর আবহাওয়া প্রধানত গ্রীষ্মমণ্ডলীয়। মে-নভেম্বর পর্যন্ত বর্ষাকাল। তবে, দেশটির দক্ষিণাঞ্চলের তুলনায় উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কম। ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত গ্রীষ্ম ঋতু। বার্ষিক গড় বৃষ্টিপাত ৮৯৪ মিলিমিটার।

প্রধান নদী

বস্নাক ভোল্টা, রেড ভোল্টা, হোয়াইট ভোল্টা।

প্রাকৃতিক সম্পদ

ম্যাঙ্গানিজ, চুনাপাথর, মর্মর পাথর, তামা, নিকেল, সীসা।

এ ক ন জ রে

রাষ্ট্রীয় নাম:বুরকিনা ফাসো
রাজধানী:ওয়াগা দউন্ড
জাতীয়তা:বুরকিন্যাব
আয়তন:২,৭৩,৮০০ বর্গ কিমি
আন্তর্জাতিক সীমান্ত:স্থল সীমান্ত ৩,১৯৩ কিমি
জনসংখ্যা:১,৫৭,৪৬,২৩২ জন (২০০৯)
ধর্ম:মুসলমান ৫০%, খ্রিস্টান ১০%, আদি ধর্মে বিশ্বাসী ৪০%।
মুদ্রা:আফ্রিকান ফ্রাংক
স্বাধীনতা লাভ:৫ আগস্ট ১৯৬০ (ফ্রান্স হতে)
জাতিসংঘের সদস্য পদ লাভ:২০ সেপ্টেম্বর ১৯৬০
জাতীয় দিবস:১১ ডিসেম্বর
ভাষা:ফরাসি
সরকার পদ্ধতি:রাষ্ট্রপতি শাসিত
সরকার প্রধান:রাষ্ট্রপতি।

0 comments:

Post a Comment