Sunday, March 27, 2011

শাঁখারীবাজারের মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ

0 comments
২৬ মার্চ থেকে পুরো এপ্রিল পর্যন্ত পাকসেনারা নির্মমভাবে হত্যা করে শত শত অসহায় সাধারণ শাঁখারীকে। বাড়িঘর সবকিছুই পুড়ে ছাই। শাঁখারীবাজারের বাতাসে শুধু মৃত মানুষের গন্ধ আর ধ্বংসাবশেষ। ২৬ মার্চ বিকেল ৪টা ৪৯ মিনিটে পাকবাহিনী ৪০, শাঁখারীবাজারে গুলি করে হত্যা করে। ২৬ মার্চ বিকেলে পাকসেনারা ৪৭, শাঁখারীবাজারে সর্বপ্রথম তাদের বাড়িতে হামলা চালায়।

২৮ মার্চ দুপুর ১২টা থেকে ১টার সময় ৩৬, শাঁখারীবাজারের ডা. নিশিহরি নাথকে যখন পাকসেনারা হত্যা করে তখন শাঁখারীবাজারের বাসিন্দারা চলে যান বুড়িগঙ্গার ওপারে জিনজিরায়।


মহান মুক্তিযুদ্ধে শাঁখারীবাজারের আত্মদানকারী শহীদদের স্মৃতি রক্ষার জন্য শহীদ স্মৃতিসৌধ সমিতি ১৯৭১ সালে শাঁখারীবাজারে নির্মাণ করে 'শহীদ মিনার'।

0 comments:

Post a Comment