Saturday, March 12, 2011

আমার বাবার সম্পত্তিতে আমার ভাগ কতটুকু বাড়ানো যায় সেটা নিয়ে আমার হবু স্বামীদের এত লম্প জম্প কেন ?-Nushaiba Abe

0 comments
আমার বাবার সম্পত্তিতে আমার ভাগ কতটুকু বাড়ানো যায় সেটা নিয়ে আমার হবু স্বামীদের এত লম্প জম্প কেন ? নিজের ধনে নয়, নিজের বাবার ধনে নয় , স্ত্রীর বাবার ধনে পোদ্দারি করতে হবে? রাজকন্যা আর অর্দেক রাজত্ব নিয়ে মন ভরছে না আর | এবার রাজকন্যার সাথে চাই পুরো সমান রাজত্ব | কাপুরুষ সব !

আমার স্রষ্টার দেয়া অধিকার কেড়ে নিয়ে আমাকে স্রষ্টার চেয়েও বেশি নায্য অধিকার কে দিতে চায় ? কারা এই নয়া ধর্মের প্রচারক ? এরা কি তারাই নয় যারা জেন্ত শিশু কে মাটিতে পুতে ফেলত কারণ সে মেয়ে ? এরা কি তারাই নয় যারা স্ত্রীকে জেন্ত পুড়িয়ে মারত স্বামীর সাথে ? এরা কি তারাই নয় যারা মেয়েদেরকে বিবাহ বহির্ভূত রঙ্গলিলায় মেতে উঠতে উত্সাহ দেয় শুধুমাত্র এই জন্য যে স্ত্রীর ভরণ পোষণ দেবার মুরুদটুকুও তাদের নেই ? বন্ধুর বউ থাকতে কে চায় নিজের বিয়ের জামেলায় যেতে বলুন? কিন্তু এর মাজে বাধ সাধে স্রষ্টার বেধে দেয়া অধিকার আর নিয়ম নীতি | এর থেকে মেয়েদের বের করে আনতে পারলেই তো লেটা চুকে যায় | এই প্রচেষ্টা নতুন নয় | এই নব্য নারী প্রেমিক রা সেই পুরনো আগ্রাসন আর ষড়যন্ত্র কেই নতুন বোতলে ভরে বাজারজাত করতে যাচ্ছে |

অনেকেই যদিও এই ভেবে আশ্বস্ত থাকছেন যে নব্বই ভাগ মুসলমানের দেশে এরা কখন ও সফল হবে না , আমি ততটা নিশ্চিন্ত থাকতে পারছি না | চুরি আর ষড়যন্ত্রর মাজে একটা বিরাট ফাক রয়েছে | চুরি সম্পর্কে আমরা বলি যে দশ দিন চোরের আর এক দিন গেরস্তের | আর চোর কে এক দিন ধরতে পারাই যথেষ্ট | কিন্তু সরজোন্তরের ক্ষেত্রে এর সম্পূর্ণ বিপরীত | আসলে একশ বার ষড়যন্ত্র করে একবার সফল হলেই ষড়যন্ত্র কারীদের জয় | কারণ চুরি আপনার সম্পদের কিছু অংশ বেহাত হয়ে যায় | কিন্তু ষড়যন্ত্র আপনার পুরো সম্পদই বেহাত , কখনো বা আপনি মানুষ টাই বদলে যাবেন | এর তাই ষড়যন্ত্রের ক্ষেত্রে এক ভাগ সাকসেস রেট ই ভয়ংকর হতে পারে |

এই নব্য নারী প্রেমিক দের নব্য আয়োজনে আগ্রাসন আর ষড়যন্ত্র টা যে কি এটা নিয়ে অনেক কেই প্রশ্ন করতে শুনছি | বস্তুত মাথায় সামান্য গিলু থাকলে এটা বুজতে সমাজ বিজ্ঞানে পি এইস ডি এর দরকার হয় না | প্রথম দরুন আগ্রাসন এর কথা | মনে করুন কবির সাহেবের কথা | ধরুন তার আগত সম্পত্তি | কিন্তু মুশকিল হলো চাইলেই পাড়ার মাস্তান কালা হারুন বা মুরগি সেলিম তো আর তার ছেলে হতে পারবে না | জোর করে কি আর ছেলে হওয়া যায় ? যায় না | এমন কি সংসদের গান পাউধার আজম ও নানক এর পক্ষেও না | তাহলে উপায় কি ? হেই , তার মেয়েটাকে উটিয়ে নিলে কেমন হয় ? আর যেসব অবলা পুরুষ মুরগি ধরতেও পারে না , গান পাউধার ও চেনে না, তারা মেয়েকে উটিয়ে না নিয়ে বরং প্রনয় করতে চায় | তো সেই সুবাদে মেয়ের শরীরেও কামর বসানো গেল আর কবির সাহেবের সম্পদ ও পাওয়া গেল | নয়া এই আগ্রাসন বাদীরা তাই কবির সাহেবের ছেলের সম্পদ কম পড়ল কিনা তাতে মোটেও চিন্তিত নয় | এরা বাপের সম্পত্তিতে ছেলের ভাগ সুনন করে দিলেও আমি অবাক হব না | এতে বরং তাদের আরো সুবিধা | ভাই যত দুর্বল হবে , বোন ততই অরক্ষিত হয়ে পড়বে | সে সুযোগে নারীর শরীর ও সম্পত্তিতে আগ্রাসন এর ষোল কলা পূর্ণ হবে |

ষড়যন্ত্র টা বুজা আরো সহজ | এ সব ই হচ্ছে আমাদের কে সভ্য বানানোর জন্য (?) | তা সভ্য হতে হলে আমাদের কে আর কি কি করতে হবে ? বাবার কাছ থেকে বেশি সম্পদ এনে দিতে হবে স্বামীকে | আমার নিজে চাকরি করে তা দিয়ে লিপস্টিক কিনতে হবে ? বাসা ভাড়া টাও share করতে হবে | গুলশানের ফ্লাট এর পেমেন্ট ? হলিউড বলিউড এর মত পোশাক পরে স্বামীর বন্ধু কিংবা সহকর্মী দের মনোরঞ্জন এর স্বার্থে পার্টি তে যেতে হবে ? আর পার্থনা রত এক বিবত্শ বাংলাদেশ এর ছবি তো সবাই দেখলাম | এই সব ই করতে হবে নারী হিসাবে আমাদের সভ্য হয়ে উটার জন্য | এই সভ্যতার মাপকাটি নিয়ে বসে আসেন কারা ? তাদের সভ্যতার ইতিহাস তা একটু দেখি ! মদিনা থেকে এই বিশ্বের সর্ব শ্রেষ্ট মানব যেদিন মদিনা গোষনা পত্র জারি করলেন , সেদিন কিন্তু অন্য সাম্রাজ্যবাদীরা নিজেদেরকে সভ্য বলেই প্রচার করত | সেই ভন্ড সভ্যদের অসভ্যতার বিরুদ্ধে সতর্ক বাণী তো আমাদের সবার ই জানা | আবার ও এসেছে তারা তাদের সেই অসভ্যতার মায এ নারীদের কে টেনে নিতে | যেন তাদের সমাজের মেয়েদের নিয়ে অসব্বতা করে আর মন ভরছে না | এদেশের মুসলিম নারীদেরকেও তাদের অসব্বতার মর্ধে টেনে নামানো চাই ই চাই | সে জন্যই আমাদের রাজপুত্রের খুব আখ্ক্ষেপ এদেশে বোরকা বিক্রি বেড়ে গেছে বলে | আর এরা এসেছে এদেশের নারী সমাজ কে সব্য করে তলার মহান উদ্দেশ্শ নিয়ে | আমাদের সৌভাগ্য যে সেই সর্ব শ্রেষ্ট মানব টি একটি ছোট ফর্মুলা শিখিয়ে গিয়েছেন | স্রষ্টার চেয়ে তুমি কাউকে বেশি ভালবাসবে না , আর স্রষ্টার চেয়ে তোমাকে কেউ বেশি ভালবাসে এই পাগলাটে কথাও কখনো বিশাস করবে না | আমাকে অনুসরণ কর , শ্রেষ্ট আবাস পাবে | আমার পথ থেকে সরে যাও , নিত্কৃষ্ট আবাস ই হবে তোমাদের স্থায়ী শেষ ঠিকানা |

Writer: Nushaiba Abe

0 comments:

Post a Comment