Friday, March 18, 2011

১৮৩৮ সালে ঢাকার প্রথম আদম শুমারি

0 comments
ঢাকাতে প্রথম আদমশুমারি হয় ১৮৩৮ সালে। এতে অবশ্য ঢাকার আশপাশের গ্রামগুলোকে বাদ দেয়া হয় এবং তখনকার লোকসংখ্যা ছিল ৬০ হাজার ৬১৭ জন। বাংলাদেশ তখন পূর্ববঙ্গের সঙ্গে সম্পৃক্ত থাকায় ঢাকা ছিল তার প্রাণকেন্দ্র। ফলে শ্রমজীবী মানুষের জীবিকার কর্মস্থল হয়ে ওঠে ঢাকা। বর্তমান ঢাকার পরতে পরতে সেসব শ্রমজীবী মানুষের কর্ম ও কর্মের স্মৃতি মিশে আছে নিবিড়ভাবে। যেমন বলতে পারি মালিবাগ, মালাকরনগর, মাহুতটুলী, শাঁখারি বাজার, পাটুয়াটুলী, তাঁতী বাজার, টিকাটুলি, কাগজীটোলা, গোয়ালনগর, চুড়িহাট্টা প্রভৃতি। ঢাকার ইতিহাসবেত্তা হিসেবে জেমস টেইলর ও জেমস ওয়াইজের নাম উল্লেখযোগ্য। জেমস টেইলরের টপোগ্রাফি অব ঢাকা (১৮৪০) এবং জেমস ওয়াইজের নোটস অন দ্য রেসেস, কাস্টস অ্যান্ড ট্রেডস অব ইস্ট বেঙ্গল (১৮৮৩) গ্রন্থে বিভিন্ন পেশা ও জীবিকার নামের দীর্ঘ তালিকা রয়েছে।

-খইয়াম জাহান

0 comments:

Post a Comment