Sunday, May 9, 2010

অজান্তা পর্বত গুহা

0 comments
ভারতের মহারাষ্ট্র রাজ্যের অরাঙ্গাবাদ জেলার লিনাপুর গ্রামে অবস্থিত অজান্তা পর্বত গুহা। ১৯৮৩ সালে ইউনেস্কো এটিকে বিশ্বঐতিহ্য হিসেবে ঘোষণা দেয়। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রথম ভাস্কর্য এটি। ধারণা করা হয় , খ্রিস্টপূর্ব ৫ম এবং ৬ষ্ঠ শতাব্দীতে গুপ্তার শাসনামলে অজান্তা পর্বত গুহাটি উত্তমভাবে অলঙ্কৃত করা হয়। এর চিত্রশিল্প এবং ভাস্কর্যের অনন্যতা বৌদ্ধ ধর্মীয় চিত্রকল্পের সঙ্গে বিবেচনা করা হয়।

0 comments:

Post a Comment