Thursday, May 13, 2010

হায়ারোগ্লিফ

0 comments
হায়ারোগ্লিফ হচ্ছে এক ধরনের লিখন পদ্ধতি। প্রাচীন মিশরীয় লিখন পদ্ধতিকে বলা হয় হায়ারোগ্লিফ। ছবি বা চিত্রের সাহায্যে হায়ারোগ্লিফ প্রকাশ করা হয়। হায়ারোগ্লিফিক শব্দটি গ্রিকদের দেওয়া নাম, যার অর্থ পবিত্র লিপি। মিশরীয় হায়ারোগ্লিফ লিপি তৈরি হয় খ্রিস্টপূর্ব ৮ম সহস্রাব্দের মাঝামাঝি সময়ে। সম্ভবত ৩৭০০ খ্রিস্ট পূর্বাব্দে এবং ৩৪০০ খ্রিস্ট পূর্বাব্দে প্রথম ফারাও মেনিসের শাসনামলে এ লিপি তৈরির কাজ সম্পূর্ণ হয়। খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দের দিকে মিশরীয়রা মনের ভাব প্রকাশের জন্য ২৪টি হায়ারোগ্লিফিক চিহ্ন বা বর্ণমালা ব্যবহার শুরু করে। এই ২৪টি চিহ্নের সাহায্যে তারা প্রত্যেকটি মানুষের স্বরের এক একটি ব্যঞ্জনধ্বনি প্রকাশ করত। মেনিসের শাসনামলে হায়ারোগ্লিফগুলো বাম থেকে ডানে, ডান থেকে বামে এবং উপর থেকে নিচে সাজানো হয়। রাজকীয় ও ধর্মীয় বিষয় এবং মন্দির পিরামিডের দেওয়ালের লেখার ব্যাপারেই প্রধানত হায়ারোগ্লিফ লিপির ব্যবহার ছিল বলে আকৃতিগত শোভা ও সৌন্দর্য বজায় রাখা প্রয়োজন ছিল। এ লিপি তাই সাধারণ কাজের উপযোগী ছিল না।

0 comments:

Post a Comment