Thursday, May 13, 2010

কারণ

0 comments
রকেট বা জেট প্লেন ওড়ার কারণ -
কোনো রকেটের মধ্যে থাকে মোটর বা দহনকক্ষ, যেখানে তরল বা কঠিন জ্বালানি জ্বালানো হয়। দহনের ফলে যে গ্যাসীয় পদার্থ জন্ম নেয় সেটি গতিমুখের পিছনের ফুটো দিয়ে বাইরে যায়। সংরক্ষণ সূত্র অনুযায়ী, রকেটও উল্টো দিকে সমান ভরবেগ লাভ করে। ফলে রকেট সামনে উৎক্ষিপ্ত হয়ে যায়।

জেটের ক্ষেত্রে তীব্র বেগে গতিশীল গ্যাসের জেটের ওপর গ্যাস বল প্রয়োগ করতে থাকায় ওই গ্যাস পিছনে ভরবেগপ্রাপ্ত হয়। এর ফলে জেট প্লেন তীব্র গতিতে সামনে উড়তে থাকে।

বরফজমা হ্রদের ওপর খালি পায়ে হাঁটতে না পারার কারণ-

বরফের উপরে অংশ মসৃণ হওয়ায় পা আর বরফতলের মধ্যে ঘর্ষণ বল থাকে না। ঘর্ষণ বল না থাকার জন্য সামনে ঠেলে দেবার মতো দরকারি প্রতিক্রিয়া বল পাওয়া যায় না, আর এ জন্যই আমরা হাঁটতে পারি না।

পৃথিবীর মেরু অঞ্চল চাপা হওয়ার কারণ-

পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, এর মেরু অঞ্চল বেশ চাপা। এর কারণ হলো পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে ঘূর্ণনের ফলে উৎপন্ন হওয়া অপকেন্দ্র বল।

0 comments:

Post a Comment