Thursday, May 13, 2010

লোহিত সাগর

0 comments
লোহিত সাগর সৌদি আরবের পশ্চিমে ভূমধ্যসাগরের সাথে সুয়েজ খাল দ্বারা সংযোজিত। এই সাগরের তীরে সৌদি আরব, সুদান, ইয়েমেন, মিশরসহ কয়েকটি রাষ্ট্র অবস্থিত। এই সমুদ্রের মাধ্যমে ভূমধ্যসাগর হতে বিভিন্ন নৌযান যাতায়াত করে থাকে। লোহিত সাগর সামরিক ও বাণিজ্যিক কারণে অত্যন্ত গুরুত্ববহ। কারণ সুয়োজখালের মধ্য দিয়ে এগিয়ে এসে লোহিত সাগরের মাধ্যমে যুদ্ধজাহাজ ও বাণিজ্য জাহাজগুলো অতি সহজে এশিয়ার দেশগুলোতে পৌঁছতে পারে।

0 comments:

Post a Comment