Monday, May 24, 2010

প্রাচীন মেক্সিকোর রাজধানী তিয়ুতিহুয়াকান

0 comments
তিয়ুতিহুয়াকান ছিল প্রাচীন মেক্সিকোর ধর্মীয় রাজধানী। প্রায় ১৪০০ বছর আগে আটলান্টিক মহাসাগরের তীরের এ অঞ্চলটি ছিল প্রাণচাঞ্চল্যে ভরপুর। এখানকার জনসংখ্যা ছিল ১ লাখ ৫০ হাজারেরও বেশি। অনেকে ধারণা করেছিলেন, এটি মায়াদের বংশধরদের দ্বারা প্রতিষ্ঠিত একটি মহানগর। কিন্তু পরবর্তীতে এ ধারণাটি ভুল প্রমাণিত হয়। অ্যাজটেকরা (অুঃবপং) দক্ষিণ আমেরিকার এই অংশটি দখল করে নেওয়ার কিছুকাল আগেই তিয়ুতিহুয়াকান ধ্বংস হয়ে যায়। খ্রিস্টীয় পঞ্চম শতকে আমেরিকার প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞ থেলমা সালেভান একে 'দেবতাদের শহর' নামকরণ করেন। বর্তমান সময়ে অ্যাজটেক, মায়া বা নাজকা সভ্যতা সম্পর্কে অনেক কিছুই জানা গেছে। কিন্তু তিয়ুতিহুয়াকান সম্পর্কে এর হাজার ভাগের এক ভাগও জানা যায়নি। কেন এখানকার অধিবাসীরা হঠাৎ একদিন সবকিছু ছেড়ে চলে গেল, তা আজো প্রত্নবিজ্ঞানীদের কাছে বিরাট রহস্য। আজো জানা সম্ভব হয়নি এ শহরটির প্রতিষ্ঠাতা কে বা কারা ছিল। এখানে কোন্ সভ্যতা গড়ে উঠেছিল বা এখানে কোন্ ভাষা ব্যবহৃত হতো। সবচেয়ে বড় রহস্য হলো_ সভ্যতাটি হঠাৎ ধ্বংস হয়ে যাওয়ার কারণ কি?এই প্রাচীন শহরটির ১০ ভাগের ৯ ভাগ এখনও মাটির নিচে চাপা পড়ে আছে। ৭৫০০ ফুট উচ্চতার যে মালভূমির উপর এই শহরটি নির্মাণ করা হয়েছিল, সেটা মেক্সিকোর উপত্যকা বা পুয়েবলা (চঁবনষধ) উপত্যকার সঙ্গে সংযোগ রক্ষাকারী প্রাকৃতিক পথের উপরে অবস্থিত ছিল। অনুসন্ধানে জানা যায়, তিয়ুতিহুয়াকানের আগে আমেরিকার এই অংশে এবং অন্যান্য এলাকাতেও ওন্মেক সভ্যতার অস্তিত্ব ছিল। এ থেকে অনেকে ধারণ করেন, তিয়ুতিহুয়াকানের অধিবাসীরা আসলে ওন্মেকদেরই বংশধর। কিন্তু তাতেও দেবতাদের শহরের রহস্যের কুয়াশা পরিষ্কার হয় না। আর তারা যে ওন্মেকদের বংশধরই ছিল, তারও সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই।

0 comments:

Post a Comment