Wednesday, May 12, 2010

সবচেয়ে বড়

0 comments
সবচেয়ে বড় সুইমিং পুল
চিলির আলগারোবোতে পৃথিবীর সবচেয়ে বড় সুইমিং পুল অবস্থিত। ৮ হেক্টর জমির ওপর স্থাপিত পুলটির দৈর্ঘ্য ১০১৩ মি. (৩৩২৪ ফুট)।
পৃথিবীর সবচেয়ে বড় স্বর্ণের মুদ্রা
১০০ কেজি ওজনের একটি স্বর্ণের মুদ্রাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় স্বর্ণের মুদ্রা। কানাডার কোম্পানি রয়েল ক্যানাডিয়ান মিন্ট ২০০৭ সালের ৩ মে মুদ্রাটি তৈরি করেন। মুদ্রাটি ৩ সে.মি. পুরু এবং ৫০ সে: মি: ব্যাস বিশিস্ট।

0 comments:

Post a Comment