Saturday, May 15, 2010

ম্যাকডোনাল্ড

0 comments
জনপ্রিয় ফাস্ট ফুড চেইন শপ ম্যাকডোনাল্ডের প্রথম লোগোটিতে একজন শেফের (বাবুর্চি) ছবি ব্যবহৃত হয়েছিল। পরে ১৯৫৩ সালে শেফের ছবি বাদ দিয়ে লোগোটিতে ইংরেজি 'এম' অক্ষরের ব্যবহার শুরু হয়। ম্যাকডোনাল্ডের অন্যতম প্রতিষ্ঠাতা ডিক ম্যাকডোনাল্ড প্রবর্তিত এ লোগোটির ডিজাইন করেন। প্রবর্তিত এ লোগোটিতে 'এম' অক্ষরের মাঝে আড়াআড়িভাবে একটি হলুদ রংয়ের দাগও ব্যবহার করা হয়েছিল, যা ১৯৬২ সালে লোগোটির পরবর্তী সংস্করণে বাদ দেওয়া হয়। জনপ্রিয় লোগো নির্মাতা প্রতিষ্ঠান ইন্টারব্র্যান্ডের লোগো বিশেষজ্ঞ অ্যান্ডি পাইনের মতে, ম্যাকডোনাল্ডের লোগোর সবচেয়ে আকর্ষণীয় দিকটি হচ্ছে, এ লোগোটিতে স্থাপত্যশৈলীর নিদর্শন বিদ্যমান। ১৯৬৩ সালে লোগোটির সঙ্গে ম্যাকডোনাল্ড নামটিও জুড়ে দেওয়া হয়।

0 comments:

Post a Comment