Thursday, October 14, 2010

কুকুরেরও আছে আশা-নিরাশা

0 comments
মানুষের মতো কুকুরও আশাবাদী ও নৈরাশ্যবাদী হতে পারে। সমপ্রতি একটি গবেষণায় এমন কথাই বলা হয়েছে। গবেষকরা জানান, মালিক বাইরে থাকলে যে কুকুররা ঘরের আসবাবপত্র নষ্ট করে তা তাদের নৈরাশ্যবাদিতার কারণে হয়ে থাকে।
গবেষণাটিতে আরও দেখা গেছে, যখন অন্য কুকুররা যখন প্রাণচঞ্চল থাকে তখন কিছু কুকুর স্বাভাবিকভাবেই অবসাদগ্রস্ত হয়ে পড়ে।
ব্রিস্ট্রল বিশ্ববিদ্যালয়ের 'এ্যানিমেল ওয়েলফেয়ার এ্যান্ড বিহেভিওর' বিষয়ের প্রধান অধ্যাপক মাইক মেন্ডল গবেষণাটি করেছেন।
তিনি বলেন, আমরা জানি মানুষের আবেগীয় অবস্থা তার বিচার ক্ষমতার ওপর প্রভাব ফেলে এবং সুখী মানুষরা অস্থির পরিস্থিতিতেও ইতিবাচকভাবে বিচার করতে পারে।
তিনি আরও বলেন, "কুকুরের মধ্যেও এ বিষয়টি রয়েছে বলে আমরা গবেষণায় দেখতে পেয়েছি।"
গবেষকরা প্রশিক্ষণপ্রাপ্ত কয়েকটি কুকুরকে কক্ষের এক প্রানত্মে খাবারভর্তি বাটি এবং অন্য প্রানত্মে খালি বাটি রেখে পরীক্ষাটি করেছেন।
এতে দেখা যায়, আশাবাদী কুকুররা দ্রম্নত খাবারের দিকে দৌড়ে যায় আর নৈরাশ্যবাদীরা ধীরগতিতে খাবারে দিকে এগিয়ে যায়।

0 comments:

Post a Comment