Monday, May 24, 2010

রাজা হরিশ চন্দ্রের প্রাসাদ ঢিবি

0 comments
সাভারের রাজাশন মজিদপুর ৭ নম্বর ওয়ার্ড এলাকায় এ প্রাসাদ ঢিবি। জাহাঙ্গীরনগর বিশ্ব বিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের উদ্যোগে ১৯৮৮ থেকে ১৯৯০ প্রায় ১৬ বিঘার ওপর দুটি ঢিবির সন্ধান মিলে, যা ইতিহাসে নির্দিষ্ট করা হয় ‘রাজা হরিশ চন্দ্রের প্রাসাদ ঢিবি’ হিসেবে। ইতিহাসে সপ্তম বা অষ্টম শতকের আগে নির্মিত। বিহারটি ৩৯.৯৭ বর্গমিটার প্রশস্ত ও স্তূপটি ১৭ বর্গমিটার প্রশস্ত। এর চারদিকে সিঁড়ি রয়েছে। এ প্রত্নস্থল থেকে বেশ কয়েকটি ভাস্কর্য খচিত পোড়ামাটির টুকরো, ব্রোঞ্জের তৈরি ক্ষুদ্রাকার বুদ্ধমূর্তি, বিভিন্ন টেরাকোঠা এবং গুপ্ত অবস্থায় লুকায়িত নকল স্বর্ণমুদ্রাও আবিষ্কৃত হয়েছে তা প্রাসাদের ফটকের গায়ে লিপিবদ্ধ আছে।

0 comments:

Post a Comment