Thursday, May 27, 2010

বিশ্বের প্রথম সাহিত্য

0 comments
পৃথিবীর প্রাচীনতম সাহিত্য হিসেবে ৩৫০০-২৫০০ খ্রিস্টপূর্ব যুগের মিশরীয় কতকগুলো ছোট ছোট লোকগানের কলি আজ স্বীকৃত। এই গানগুলো বিভিন্ন সমাধিফলকের দেয়ালে হায়ারোগ্লিফিক লিপিতে খোদাই করা অবস্থায় পাওয়া গেছে। যার মধ্যে সবচেয়ে পুরনোটি ৩৩০০ খ্রিস্ট্রপূর্ব সময়ের। একই ধরনের গান এক বা দুই শতক আগে অপেক্ষাকৃত কম টেকসই মাধ্যম পেপিরাসে লেখা হয়েছিল বলে ধারণা করা হয়। কোনো দেশেই এত আগে সাহিত্যের সূচনা হয়নি।

0 comments:

Post a Comment