Thursday, May 13, 2010

মৎস্য বৃষ্টি

0 comments
বৃষ্টি বলতে আমরা সাধারণত মেঘ থেকে ভূ-পৃষ্ঠে পানি নেমে আসাকে বুঝি। কিন্তু সম্প্রতি অস্ট্রেলিয়ার মরু শহর লাজামানুতে সংঘটিত হয়েছে অন্য এক রকমের বৃষ্টি, যা মাছবৃষ্টি নাম পরিচিত। এ বৃষ্টির ফলে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই লাজামানুর রাস্তা ও বাড়ির উঠানে শত শত ক্ষুদ্রাকৃতির সাদা মাছ জমা হয়। স্থানীয় অধিবাসীরা জানান, গত ৩০ বছরের মধ্যে এ নিয়ে তৃতীয়বার এমন অভিজ্ঞতার মুখোমুখি হলো এলাকার মানুষ। এর আগে ১৯৭৫ সালে একবার এবং ২০০৪ সালে দ্বিতীয় বার মৎস্য বৃষ্টি হয় লাজামানুতে। আবহাওয়াবিজ্ঞানীরা এর কারণ বর্ণনা করতে গিয়ে বলেন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সময় যেভাবে সাগর বা সমুদ্রের পানি আকাশে ওঠে আবার মাটিতে আছড়ে পড়ে, ঠিক একই প্রক্রিয়ায় মাছগুলোও শোষিত হয়েছিল। লাজামানু থেকে সবচেয়ে কাছের নদীটির দূরত্বও প্রায় ৫২৫ কিমি। তাই এ প্রক্রিয়া ছাড়া অন্য কোনো প্রক্রিয়ায় এখানে এত মাছ চলে আসার সম্ভাবনা নেই।

0 comments:

Post a Comment