Friday, October 22, 2010

এন্টার্কটিকা

0 comments
প্রায় সাড়ে পাঁচ মিলিয়ন বর্গমাইল আয়তনের এন্টার্কটিকা মহাদেশের পুরোটাই বরফে ঢাকা রয়েছে। স্থান বিশেষে এই বরফের পুরুত্ব কয়েক কিলোমিটার পর্যন্ত হতে পারে। পানির ওপর ভেসে থাকা বরফের পাহাড়ের কারণেই অন্য যে কোনো মহাদেশের তুলনায় দক্ষিণ মেরুর গড় উচ্চতা বেশি। তবে সাম্প্রতিক সময়ে বৈশ্বিক উষ্ণতা ও এর ফলে সম্ভাব্য জলবায়ু পরিবর্তনে দরুন ভূপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যাওয়ায় এসব বরফখণ্ড গলতে শুরু করেছে। আর এর ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। কিন্তু বিজ্ঞানীরা জানিয়েছেন, এরচেয়ে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে যদি সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যায়। সমুদ্রের পানির উষ্ণতা যদি বর্তমানের চেয়ে ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায়, তাহলে এন্টার্কটিকার বিশাল বরফ সাম্রাজ্যে নেমে আসবে ধস। অর্থাৎ পানির তাপমাত্রা বৃদ্ধি পেলে সেখানে যেসব বরফের পাহাড় রয়েছে সেগুলো গলতে শুরু করবে এবং এক পর্যায়ে পশ্চিম এন্টার্কটিকার বিরাট অংশ পানিতে তলিয়ে যাবে। গবেষকরা আরো জানিয়েছেন, যদি এরকম ঘটনা ঘটে তবে সারা বিশ্বের সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাবে ৫ মিটার। এর ফলে সমুদ্রের উপকূলবর্তী দেশগুলো ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রগুলোর আর কোনো অস্তিত্বই থাকবে না। তবে গবেষকরা জানিয়েছেন, সমুদ্রের তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়তে হয়তো আরো কয়েক শতাব্দী লেগে যেতে পারে।





এ ক ন জ রে

এন্টার্কটিকা মহাদেশ

আয়তন : ১ কোটি ৩২ লাখ ৯ হাজার বর্গ কিমি।

সর্বোচ্চ বিন্দু : ভিন্সন ম্যাজিক (৫১৪০ মিটার)

সর্বনিম্ন বিন্দু : বেন্টলে সাব গস্ন্যাসিয়াল ট্রেঞ্চ (২৫৫৫ মিটার)

জলবায়ু : শৈত্যপ্রবাহ, তুষারঝড়, মেঘময় ও কুয়াশাচ্ছন্ন মেরুদেশীয় আবহাওয়া। বড় বড় বরফখণ্ড বা আইসবার্গ উপকূল অঞ্চলকে ঘিরে রেখেছে।

সক্রিয় আগ্নেয়গিরি : মাউন্ট ইরেবাস

0 comments:

Post a Comment