Sunday, October 10, 2010

সিলভেস্টার স্ট্যালোন

0 comments
৬৪ বছর বয়সী র‌্যাম্বো খ্যাত হলিউড অভিনেতা স্ট্যালোন পরিচালিত প্রথম ছবি 'দি এক্সপেনডেবলস' ভালোই জনপ্রিয় হয়েছে। আর এর সিক্যুয়েল নির্মাণের পরিকল্পনা যখন তার মাথায়, তখন স্ট্যালোন অভিনীত একটি পর্নো ছবি মুক্তি পাবে বলে জানা গেছে। ১৯৭০ সালে নির্মিত 'দ্য পার্টি অ্যাট কিটি অ্যান্ড স্টাডস' ছবিটিতে মূলত অর্থের জন্যই অভিনয় করেছিলেন 'স্ট্রাগলিং' অভিনেতা স্ট্যালোন। ১৯৭৬ সালে 'রকি' ছবির অভাবনীয় সাফল্যের পর এই পর্নো ছবিটির নতুন নামকরণ করা হয় 'দ্য ইতালিয়ান স্ট্যালিয়ন'।

সম্প্রতি ৪ লাখ মার্কিন ডলারে ছবিটির স্বত্ব কিনে নিয়ে এটি আবার মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন এর স্বত্বাধিকারী। এ প্রসঙ্গে স্ট্যালোন সংবাদ সম্মেলনে জানান, 'এ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল না। শুধু অর্থের জন্য আমি এ ছবিটি করেছিলাম। অনুরোধ করছি ছবিটি যাতে মুক্তি দেওয়া না হয়।'

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

0 comments:

Post a Comment