Thursday, October 21, 2010

ইনকা সভ্যতা

19 comments
ইনকারা হলেন দক্ষিণ আমেরিকার আদিম ভারতীয় জাতির লোক। যারা মধ্য চিলি থেকে কলম্বিয়া-ইকুয়েডর সীমান্তবর্তী অঞ্চল পর্যন্ত সমগ্র ভূখণ্ড শাসন করতেন। দ্বাদশ শতাব্দীতে ইনকারা কুজকোতে তাদের রাজধানী স্থাপন করেছিলেন। কথিত আছে, প্রথম ইনকা শাসক মানকো কাপান সূর্য দেবতার বংশধর ছিলেন। পঞ্চদশ শতাব্দীতে ইনকারা রাজ্য জয় শুরু করেন এবং ১০০ বছরের মধ্যে তারা ১২ লাখ এন্ডিয়ান জনগণের ওপর অধিকার বিস্তার করেন। ইনকা সমাজ সুবিন্যস্ত স্তর ভাগে বিভক্ত ছিল। সম্রাটরা অভিজাত আমলাতন্ত্রের সাহায্যে রাজ্য শাসন করতেন। কর্তৃত্ব পরিচালনায় এরা ছিল কঠোর এবং হিংস । ইনকাদের প্রায় সব জনসাধারণ ছিলেন কৃষক শ্রেণীর। তারা ভুট্টা, কড়াই শুঁটি, টমেটো, শুকনা মরিচ, তুলা প্রভৃতি উৎপাদন করতেন। তখন কাউকে কর দিতে হতো না, কিন্তু প্রত্যেকেরই কিছু সময়ের জন্য সৈন্য বিভাগে কাজ করতে হতো। বা রাস্তা, প্রাসাদ, মন্দির নির্মাণ অথবা খনিজ পদার্থ উত্তোলনে সাহায্য করতে হতো। ইনকারা ঝুলায়মান পুল, মন্দির, পার্বত্য অঞ্চলের স্তরে স্তরে সাজানো গৃহ, কৃষি ভূমিতে জলদানের সুবিধার জন্য খাল এবং বিরাট বিরাট দুর্গ তৈরি করতেন। আন্ডেস অঞ্চলের সব খানে এখনও ইনকাদের তৈরি জল সেচন ব্যবস্থা, প্রাসাদসমূহ, মন্দির ও দুর্গগুলো দেখতে পাওয়া যায়। এগুলো ছাড়াও এদের ওষুধের চিকিৎসা ও শল্যচিকিৎসা অনেক উন্নত ছিল। লামার, পশম ও তুলা দিয়ে ইনকারা বস্ত্র প্রস্তুত করতেন। বস্তুত এদের প্রায় প্রত্যেকই কৃষক ছিল এবং সবাই তাদের প্রয়োজনীয় খাদ্য ও বস্ত্র উৎপাদন করতেন। ১৫৩২ সালে স্পেন দেশের অভিযানকারী ফ্রান্সিসকো পিভারো ইনকাদের পরাজিত করেন। তিনি মাত্র ১৮০ জন সৈন্য নিয়ে ইনকা সাম্রাজ্যে প্রবেশ করেছিলেন। এ সময় ইনকার ভবিষ্যৎ সম্রাট কে হবেন এ নিয়ে হুয়াস্কার এবং তার ভাই আতাহুয়ালপার মধ্যে বিরোধ চলছিল। এ সংগ্রামে আতাহুয়ালপা জয়ী হতে যাচ্ছিলেন। কিন্তু বিশ্বাসঘাতকতা করে পিজারো তাকে আটক করলেন। ইতোমধ্যে হুয়াস্কার নিহত হন। পিজারো এ সুযোগে আতাহুয়ালপাকে হত্যা করেন। তখন ইনকা সাম্রাজ্য নেতৃত্বাধীন হয়ে পড়ে। ইনকারা স্পেনীয় হিংস অভিযাত্রী সৈন্য দলকে বাধা দিতে অক্ষম হয়ে পড়ে। ইনকা সম্রাট আতাহুয়ালপাকে হত্যা করে পিজারো এক অভূতপূর্ব সাফল্য লাভ করে। স্পেনীয় অভিযাত্রীরা ইনকা সাম্রাজ্যকে স্পেন রাজ্যের অন্তর্ভুক্ত প্রদেশে পরিণত করে। রুপার খনির ওপর প্রাধান্যশীল ঔপনিবেশিক অর্থনীতির প্রয়োজন অনুযায়ী সমগ্র জনসংখ্যার পুনর্বিন্যাস ঘটে এবং তাদের নবনির্মিত বিরাট শহরাঞ্চলে বসতি স্থাপন করতে হয়। খনির কাজ এবং ঔপনিবেশিক ব্যবস্থাকে এড়াবার জন্য, অনেক আদিম ভারতীয়রা পূর্বাঞ্চলের দিকে প্রস্থান করে। পৌত্তলিকতার বিরুদ্ধে প্রচণ্ড প্রচার অভিযান দ্বারা ইনকার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়। এভাবেই পতন হয় ইনকাদের সভ্যতার। কিন্তু অনেক ইতিহাসবিদের মতে, স্পেনীয়রা যে সভ্যতাকে ধ্বংস করেছিল তা তাদের নিজেদের সভ্যতার দিক থেকে অনেক উন্নত ছিল।



-প্রীতম সাহা সুদীপ

এ বিষয়ে রণক ইকরামের একটি বিশদ আর্টিক্যাল

19 comments:

Post a Comment