Friday, January 28, 2011

বিশ্বের বিভিন্ন দেশের ও স্থানের নামকরণের কারণ

0 comments
বাংলাদেশ

বাংশা বা বেঙ্গল শব্দটির সঠিক উৎপত্তি এখনো অজানা। যদিও বিশ্বাস করা হয়, খ্রিস্টপূর্ব ১০০০ অব্দে দ্রাবিড় উপজাতি সর্বপ্রথম এই শব্দের উৎপত্তি ঘটায়। আর ১৯৫৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব ও মওলানা ভাসানী তৎকালীন পূর্বপাকিস্তানকে বাংলাদেশ বলে আখ্যায়িত করেন।

আবার কথিত আছে যে, বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম দ্বীপ বলে এর নামকরণ করা হয়েছে বাংলাদেশ।

বাল্টিক সাগর

উত্তর ইউরোপের একটি সাগর বাল্টিক। বেল্ট থেকে এটি প্রবেশ করেছে বলে এর নাম করা হয়েছে বাল্টিক সাগর।

আমেরিকা

আমেরিগো ভেসপুটি নামে একজন পর্যটকের নাম থেকে আমেরিকা নামের উৎপত্তি হয়েছে। কলম্বাস আমেরিকা আবিষ্কার করার পর ১৪৯৭ সালে আমেরিগো সাহেব এই মহাদেশে আসেন এবং বহু অঞ্চল আবিষ্কার করেন।

কলম্বিয়া

আমেরিকা মহাদেশের আবিষ্কারক কলম্বাসের নাম অনুসারে এই দেশের নামকরণ করা হয়েছে কলম্বিয়া।

অস্ট্রেলিয়া : অস্ট্রেলিয়া শব্দের অর্থ হলো এশিয়ার দক্ষিণাঞ্চল। এই মহাদেশটি এশিয়ার দক্ষিণে অবস্থিত বলে এর নামকরণ করা হয়েছে অস্ট্রেলিয়া।

গ্রিনল্যান্ড

উত্তর আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত গ্রীনল্যান্ড দ্বীপ। এই দ্বীপে এক ধরনের ছোট ছোট সবুজ গাছ জন্মায়। সেই থেকে এই দেশের নাম হয়েছে গ্রিনল্যান্ড অর্থাৎ সবুজ ভূমি।

কৃষ্ণ সাগর

শীতকালে ঘন কুয়াশা দ্বারা আচ্ছন্ন থাকে বলে চারপাশে কিছু দেখা যায় না। এ কারণে এই সাগরের নাম করা হয়েছে কৃষ্ণ সাগর।

ভূ-মধ্যসাগর

ভূ-মধ্য শব্দের অর্থ হলো পৃথিবীর মধ্যভাগ। প্রাচীনকালে মনে করা হতো এই সাগরটি পৃথিবীর মধ্যভাগে অবস্থিত। এ কারণে এর নামকরণ করা হয় ভূ-মধ্যসাগর।

এভারেস্ট শৃক্সখ

তৎকালীন বৃটিশ ভারতের সার্ভেয়ায় স্যাজর্জ এভারেস্টের নেতৃত্বে হিমালয় পর্বতের উচ্চতা নির্ণয় করা হয় বলে নাম করা হয় এভারেস্ট শৃঙ্গ।

মেসোপটিয়াম

বর্তমান ইরাকের প্রাচীন নাম মেসোপটিমিয়া। দুটি গ্রীক শব্দ মেসোআর পেটুনুস থেকে এর নামকরণ করা হয়। এই শব্দ দুটির অর্থ মধ্যস্থল ও নদী। সুতরাং মেসোপটিমিয়া অর্থ হলো নদীর মধ্যবর্তী স্থান।

ওয়াশিংটন

মার্কিন যুক্তরাস্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের নাম অনুসারে এর নাম করা হয়েছে।

ইকুয়েডর

ইকুয়েডর অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে অসষ্রিে নাম ইকুয়েডর।

মো. আসাদুজ্জামান

0 comments:

Post a Comment