Wednesday, January 5, 2011

করিডা ডি টোরস

0 comments
'করিডা ডি টোরস' কথাটির অর্থ ষাঁড়ের লড়াই। প্রাচীন ফরাসিদের মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত অপরাধীকে অতিকায় একটি ষাঁড়ের সামনে ছেড়ে দেয়া হতো। প্রাচীর ঘেরা একটি স্বল্প পরিসর স্থানে চলত ষাঁড় ও মানুষের লড়াই। ষাঁড়টি লম্বা ও খাড়া দুটো শিং বাগিয়ে তেড়ে যেত হতভাগ্য মানুষটির দিকে। মানুষটিকে বাঁচার জন্য মরিয়া হলে লড়াই করতে হত। ষাঁড়টাও এমন প্রশিক্ষণপ্রাপ্ত যে, যতক্ষণ পর্যন্ত তার প্রতিদ্বন্দ্বীর দেহটি নিঃসার হয়ে না পড়ত ততক্ষণ নিবৃত্ত হতো না। শুধু কি তাই? শত শত দর্শক জড়ো হতো এ মরণ যুদ্ধ স্বচক্ষে প্রত্যক্ষ করে আনন্দ উপভোগ করার জন্য। ফ্রান্স ছাড়া পর্তুগাল এবং স্পেনেও এক সময় এ খেলা খুব জনপ্রিয় ছিল। এর মধ্য দিয়েই বীরত্বের পরিচয় দেওয়ার নৃশংসতার পন্থা আজও সেসব দেশে প্রচলিত রয়েছে। মৃত্যু অবশ্যম্ভাবী জেনেও মানুষ মরণদূত ষাঁড়ের সঙ্গে লড়াইয়ে লিপ্ত হতো। হাজার হাজার দর্শকের সামনে চলত মানুষের বীরত্ব প্রদর্শনের প্রয়াস। তবে প্রতি ক্ষেত্রে যে মানুষই মৃত্যুর শিকার হতো এমন ছিল না। গায়ের জোর ও বুদ্ধির কৌশল প্রয়োগ করে কোনো কোনো ক্ষেত্রে দুর্ধর্ষ ষাঁড়টিকেও প্রতিদ্বন্দ্বী মানুষটি কব্জা করে ফেলত। তার শিং ভেঙে রক্তারক্তি কাণ্ড ঘটাত। প্রাণনাশ করে লাভ করত শ্রেষ্ঠ বীরের সম্মান। কোনো কোনো ক্ষেত্রে দেখা যেত যোদ্ধা ষাঁড়টির মেজাজ মর্জি ভালো না থাকলে যুদ্ধে প্রবৃত্ত হতে উৎসাহ প্রকাশ করছে না। তখন তাকে উত্তেজিত করার জন্য তার সামনে এক টুকরো লাল কাপড় নাড়াতে হতো। ব্যাস, ক্রোধে ফোঁস ফোঁস করতে করতে ঝাঁপিয়ে পড়ত প্রতিদ্বন্দ্বীর ওপর। এখন প্রশ্ন হচ্ছে, ষাঁড়টির মধ্যে উত্তেজনার সঞ্চার করতে কেবলমাত্র লাল কাপড় ব্যবহার হতো কেন? লাল রং ছাড়া অন্য কোনো রং কি ষাঁড়কে ক্ষুব্ধ করে তুলতে সক্ষম নয়? অবশ্যই সক্ষম। জীববিজ্ঞানীদের মতে ষাঁড় বর্ণান্ধ। অতএব তার কাছে লাল, নীল, কালো বা সাদা সবই সমান। তারা রংয়ের পার্থক্য বোঝে না বলেই তাদের সামনে যে কোনো কাপড় নাচালেই তারা রেগে একেবারে অগি্নশর্মা হয়ে যায়। ষাঁড়ের প্রতিদ্বন্দ্বী যোদ্ধা 'মাটাডোর' নামে পরিচিত।

পরবর্তীতে এটা খেলা হিসাবে প্রচলন হয়। যা এখনো বর্তমান। প্রাণী প্রেমিকরা নানাভাবে এর প্রতিবাদ করে যাচ্ছে।

ফারহানা মাহমুদ তন্বী

0 comments:

Post a Comment