Sunday, January 23, 2011

হুতু-তুস্সি বৃত্তান্ত

0 comments
হুতু ও তুস্সি আফ্রিকা মহাদেশের অন্যতম দুইটি নৃ-তাত্তি্বক জাতিগোষ্ঠী। তুস্সি হলো যুদ্ধবাজ একটি স্বতন্ত্র জাতি। যাদের আগমন ঘটেছে আফ্রিকা মহাদেশের ছোট্ট রাষ্ট্র ইথিওপিয়া থেকে। হুতুও একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী, যাদের আগমন রুয়ান্ডা থেকে। আজ থেকে প্রায় ৬০০ বছর আগে এ দুইটি জাতি নিজেদের স্বতন্ত্র রাষ্ট্র, স্বাধিকার আদায়ের জন্য ও নৃ-তাত্তি্বক পরিচয় পাওয়ার জন্য আফ্রিকা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে আসছে। বর্তমানে এই জাতি দুইটি সেন্টাল আফ্রিকায় বসবাস করছে। হুতু ও তুস্সিরা নিজেদের আলাদা পরিচয়ের জন্য স্বতন্ত্র রাষ্ট্র গঠন করেছে কিন্তু পৃথিবীর কোনো রাষ্ট্রই তাদের স্বীকৃতি দেয়নি। হুতুদের রয়েছে-রাজা ও রানী। যারা তাদের সংগ্রাম ও যুদ্ধের পরিকল্পনা সম্পর্কে সঠিক পরামর্শ দেন। তুস্সিদেরও রয়েছে আলাদা সরকার ব্যবস্থা_ যার প্রধান হলেন তুস্সিরুয়েডি। যিনি তুস্সিদের নৃ-তাত্তি্বক পরিচয় পাওয়ার জন্য সংগ্রাম চালিয়ে যেতে উদ্বুদ্ধ করেন। ১৯১৬ সালের দিকে হুতুরা রুয়ান্ডায় বসবাস করত। কিন্তু তখন রুয়ান্ডায় তাদের কোনো অধিকার ছিল না। স্থানীয় রুয়ান্ডা সরকার ও তাদের কর্মীরা হুতুদের সবসময় লাঞ্ছিত, নিপীড়িত করত। অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, সরকারি সুযোগ-সুবিধা, কোনো ক্ষেত্রেই তাদের অধিকার ছিল না। হুতুরা যখন দেখল সরকার তাদের কোনো ক্ষেত্রেই সুযোগ-সুবিধা দিচ্ছে না, তাদের কোনো কথাই শুনছে না, চাকরি, শিক্ষা, সবক্ষেত্রে তারা পিছিয়ে, এমতাবস্থায় তারা একত্রিত হয়ে রুয়ান্ডা সরকারের বিরুদ্ধে সংগ্রাম ও বিপ্লব আরম্ভ করল। যে যুদ্ধ এখনো চলছে। তবে কেন রুয়ান্ডা সরকার হুতুদের অবহেলা করে? এর কারণ হলো আজ থেকে প্রায় ৬০০ বছর আগে রুয়ান্ডা সরকারের সঙ্গে (যদিও রুয়ান্ডা তখন স্বাধীন রাষ্ট্র ছিল না) হুতুরা সংগ্রাম ও বিবাদে লিপ্ত হয়েছিল। যে কারণে রুয়ান্ডাবাসী হুতুদের অদ্যাবধি পছন্দ করে না। তাছাড়া হুতুদের কথাবার্তা, চাল-চলন, সংস্কৃতি সবকিছু রুয়ান্ডাদের চেয়ে ভিন্ন। তুস্সিরা বসবাস করত ইথিওপিয়ায়, কিন্তু ইথিওপিয়ার জনগণ ও সরকার তুস্সিদের সঠিক পরিচয় ও অধিকার দিতে কখনো সম্মত হননি। যে কারণে তুস্সিরা একত্রিত হয়ে ইথিওপিয়া সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে। দুই প্রান্তের দুই জাতি একত্রিত হয়ে বছরের পর বছর, দিনের পর দিন নিজেদের অধিকার ও নৃ-তাত্তি্বক পরিচয় পাওয়ার জন্য সংগ্রাম করে যাচ্ছে। কিন্তু এখনো তারা সাফল্যের মুখ দেখেনি। ইথিওপিয়া ও রুয়ান্ডার মধ্যবর্তী রাষ্ট্রগুলো হলো_ উগান্ডা, কেনিয়া ও সুদান। যারা যুদ্ধ বিরতির নানা প্রস্তাব দিলেও হুতু, তুস্সিরা তা গ্রহণ করেনি। অদূর ভবিষ্যতে করবে কিনা সেটাই দেখার বিষয়।

মো. রিয়াজুল ইসলাম

0 comments:

Post a Comment