Saturday, January 29, 2011

খুশকি

0 comments
শীতে ত্বকের সঙ্গে সঙ্গে চুলেও দেখা দেয় নানারকম সমস্যা। এ সময় খুশকির উপদ্রব দেখা দেয়, চুলের ডগা ফাটে, চুল নিস্তেজ হয়ে পড়ে। বাতাসে আর্দ্রতার অভাবে চুলের চকচকে ভাব নষ্ট হয়ে যায়। আর চুল হয়ে ওঠে রুক্ষ, শুষ্ক, প্রাণহীন। শীতে চুলের এসব সমস্যা থেকে মুক্তি পেতে প্রয়োজন সঠিক পরিচর্যার। দরকার অয়েল ম্যাসাজ, হেয়ার স্পা বা প্রোটিন ট্রিটমেন্ট, যা আপনি পার্লার কিংবা সেলুনে গিয়ে করতে পারেন। এছাড়াও ঘরে বসে নিতে পারেন প্রতিদিনের চুলের যত্ন।

মধু ও অলিভ অয়েল সমপরিমাণ মিশিয়ে ১২ ঘণ্টা একটি পাত্রে রেখে দিন। পরে চুলের গোড়ায় ভালো করে ম্যাসাজ করুন, কিছু সময় পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

লেবু, জবাফুলের রস, নারিকেল তেল মিশিয়ে তুলা দিয়ে চুলের গোড়ায় ভালো করে লাগাতে পারেন। সপ্তাহে একবার এই প্যাকটি চুলে ব্যবহার করতে পারেন। এক ঘণ্টা রেখে চুল শ্যাম্পু করে কন্ডিশনার লাগাতে হবে।

হেনা, দুধ, ডিম, চায়ের লিকার মিশিয়ে চুলে লাগান। আধাঘণ্টা পর হার্বাল শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

তিলের তেল, মধু, পাকা পেঁপে মিশিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। এক ঘণ্টা পর শ্যাম্পু করে কন্ডিশনার লাগান।

0 comments:

Post a Comment