Tuesday, January 4, 2011

ফরাশগঞ্জ

0 comments
ঢাকায় ফরাসি বণিকদের স্মৃতি বহন করছে ফরাশগঞ্জ, যার সঠিক উচ্চারণ ফ্রেঞ্চগঞ্জ। আঠারো শতকের ত্রিশ দশকে ফ্রেঞ্চ ইস্ট

ইন্ডিয়া কোম্পানি অংশ নিয়েছিল ঢাকার বাণিজ্যে। বর্তমান আহসান মঞ্জিল যেখানে, সেখানে ছিল ফরাসি কুঠি। ফরাসিরা ঢাকায় খুব বেশিদিন বাণিজ্য করেনি, ফরাসি কুঠি উঠে গিয়েছিল ১৭৮৪ সালে। কিন্তু এর আগে ১৭৪০ সালে ঢাকার নায়েব নাজেম নওয়াজিশ মোহাম্মদ খান ফরাশগঞ্জে ফরাসিদের অনুমতি দিয়েছিলেন একটি 'গঞ্জ' বা 'বাজার' বসবার। সেই থেকে এলাকাটি কেন্দ্র হয়ে

উঠেছিল ব্যবসা-বাণিজ্যের এবং ঢাকাবাসীর কাছে বাজারটি পরিচিত হয়েছিল ফরাশগঞ্জ নামে।

0 comments:

Post a Comment