Saturday, January 29, 2011

ইয়েলো রেইন

0 comments
ইয়েলো রেইন বা বাংলায় হলুদ বৃষ্টি। বায়ু দূষণের কথা উঠলেই বিজ্ঞানীরা সবার আগে ইয়েলো রেইনের দিকে অঙ্গুলি নির্দেশ করে থাকেন। আবহাওয়া দূষিত হওয়ার ফলেই এরকম নামকরণ করা হয়। এটিকে কৃত্রিম বৃষ্টি বলা চলে। বায়ুমণ্ডলে তীব্র বিষাক্ত 'মাইকোটক্সিন' মিশিয়ে ইয়েলো রেইন ঘটানো সম্ভব। রাসায়নিক যুদ্ধে ইয়েলো রেইন একটি মারাত্মক অস্ত্র। দীর্ঘস্থায়ী রাসায়নিক যুদ্ধে এর সর্বাধিক ব্যবহার পরিলক্ষিত হয়। এর ফলে খাদ্যশস্যই নয়, মানুষ এবং পশুপাখিও যথেষ্ট ক্ষতির সম্মুখীন হয়। এ বায়ু শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে গেলে শ্বাসকষ্ট শুরু হয়! আর নানা রোগব্যাধি শুরু হয়। এতে তীব্র বিষাক্ত ফসজিন, সায়নাইড, নার্ভগ্যাস এবং মাস্টার্ড গ্যাস ব্যবহৃত হয়। এ বোমা বিস্ফোরণের ফলে তার ভেতরের বিষাক্ত গ্যাস বাতাসে ভর দিয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। গ্যাস মাস্ক ব্যবহার না করলে শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে দেহের ভেতরে প্রবেশ করে প্রভূত ক্ষতিসাধন করে। সাধারণ মানুষের পক্ষে গ্যাস মাস্ক সংগ্রহ করা সম্ভব হয় না। ফলে ইয়েলো রেইন দ্বারা আক্রান্ত ব্যক্তিরা ব্যাধিগ্রস্ত হতে বাধ্য করে।

0 comments:

Post a Comment