Wednesday, January 5, 2011

জাদুঘর

0 comments
জাদুঘর হলো এমন একটি প্রতিষ্ঠান যেখানে শিক্ষা ও সংস্কৃতিমূলক বিভিন্ন বস্তু সংগ্রহ করে রাখা হয়, তা নিয়ে গবেষণা করা হয় এবং লোকজনকে তা প্রদর্শনও করা হয়। পৃথিবীতে নানা ধরনের জাদুঘর রয়েছে। কিছু কিছু জাদুঘর আছে যা শিল্পকলা, বিজ্ঞান, ইতিহাস, শিল্প কারখানা ও প্রযুক্তিবিদ্যা সংক্রান্ত বিষয়ে নিয়োজিত। জাদুঘরের ইংরেজি 'মিউজিয়াম' শব্দটি এসেছে গ্রিক শব্দ 'মাউজিয়ন' থেকে যার অর্থ হলো 'কাব্যাদির অধিষ্ঠাত্রী দেবীর মন্দির'। প্রাথমিক এ ধরনের প্রতিষ্ঠানসমূহের একটি প্রতিষ্ঠিত হয়েছিল খ্রিস্টপূর্ব ৩ অব্দে মিসরের আলেকজান্দ্রিয়ায়। যে কোনো উৎস থেকে কিছু তথ্য সংগ্রহ করে শিক্ষিত বা পণ্ডিত ব্যক্তিদের মনে কিছু আগ্রহ জন্মানোই ছিল এর উদ্দেশ্য। পড়ুয়া এই পণ্ডিতরা ওখানেই থাকতেন এবং নিজেদের গবেষণা চালিয়ে যেতেন। জাদুঘরটি কিছু কিছু শিল্পকলার কাজ, প্রাচীন নিদর্শন যেমন_ প্রস্তরমূর্তি, নভঃবিজ্ঞান ও শল্যচিকিৎসার যন্ত্রপাতি, হাতির দাঁত, অস্বাভাবিক প্রাণীর চামড়া প্রভৃতিও প্রদর্শন করত। ঊনবিংশ শতাব্দীতে রাজ ও অভিজাত পরিবারের মধ্যে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে শিল্পকলার প্রাচীন নিদর্শন সংগ্রহ করে জাদুঘর গড়ে তোলার প্রবণতা শুরু হয়। ওই জাদুঘরগুলো ছিল ওই সব পরিবারের একান্ত নিজস্ব সংগ্রহশালা। শুধুমাত্র পরিবারের লোকজন ও তাদের বন্ধুমহলই এসব জাদুঘর ব্যবহার করতে পারত। ফরাসি বিপ্লবের পর ফ্রান্সের জাদুঘরগুলো প্রথম জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ঊনবিংশ শতাব্দীতে প্রথম জাদুঘরের নিমিত্তে বিশেষ কায়দায় বিল্ডিং নির্মিত হয়। বর্তমানে পৃথিবীর প্রায় সব বড় শহরে জাদুঘর দেখতে পাওয়া যায়। পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম জাদুঘরটি হলো 'আশমোলিয়ান জাদুঘর'। এটি ১৬৭৯ সালে অক্সফোর্ডে নির্মিত হয়। পৃথিবীর বৃহত্তম জাদুঘর নিউইয়র্কে অবস্থিত 'আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি'। ১৮৭৪ সালে এ জাদুঘরটি প্রতিষ্ঠিত হয়।

-প্রীতম সাহা সুদীপ

0 comments:

Post a Comment