
সুদূর ইতালির নেপলসের মানুষ তিনি। অথচ বাংলাদেশের পথশিশুদের সঁপেছেন তাঁর মনপ্রাণ। গড়েছেন ‘পথশিশু সেবা সংগঠন’ নামের ছোট্ট একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গরিব মানুষের সুখ-দুঃখের ভাগীদার হতেই বেছে নিয়েছেন বস্তির হতদরিদ্র জীবন। পরিচিত হোন লুসিও বেনিনাতির সঙ্গে।
লুসিও ভাইয়ের বাসায় যাওয়ার বায়না ধরে ভালো ফ্যাসাদে পড়েছি। রাস্তার দুই পাশের ল্যাম্পপোস্টে বাতি নেই। বড় রাস্তা থেকে ভেতরে চলে গেছে যে সরু গলি, সেখানে রীতিমতো ঘুটঘুটে অন্ধকার। দুজন মানুষ পাশাপাশি হাঁটার উপায় নেই। এবড়োথেবড়ো অন্ধকার পথ। দুই পাশে নানা বয়সী...