Thursday, October 8, 2009

কাদা উৎসব

0 comments
প্রতিবছর গ্রীষ্মকালে দক্ষিন কোরিয়ার বোরিইয়ং এ অনুষ্ঠিত হয় কাদা উৎসব। ১৯৯৮ সালে প্রথম এটি অনুষ্ঠিত হয়। এই উৎসবের প্রতি আকৃষ্ট হয়ে ২০০৬ সাল পর্যন্ত ১৫ লক্ষ অতিথি বোরিইয়ং ভ্রমন করে। কাদা সংগ্রহ করা হয় বোরিইয়ং এর কাছাকাছি এলাকা থেকে। তারপর ট্রাকে করে দায়েচিয়ন বীচে নিয়ে যাওয়া হয় এবং কাদা রাখার উপযোগী ভূমিতে রাখা হয়। এই কাদার মধ্যে খনিজ উপাদান থাকায় এটি কসমেটিক্স তৈরীতেও ব্যবহৃত হয়। ২০০৮ সালে ১২ থেকে ২০ জুলাই এবং এ বছর ১১ থেকে ১৯ জুলাই পর্যন্ত এ উৎসব অনুষ্ঠিত হয়।



0 comments:

Post a Comment