Saturday, October 10, 2009

সবচেয়ে দামি ল্যাম্প

0 comments
পৈতৃক সূত্রে ২৪৫ কোটি টাকার মালিক হলে চরম কিপটেরও হয়তো হাত খুলে যায়। আর লুইস কমফোর্ট টিফানি তো ছিলেন একজন চিত্রশিল্পী। তাই বাবার কাছ থেকে পাওয়া ২৪৫ কোটি টাকার মধ্য থেকে বিরাট একটি অংশ দিয়ে ১৮৭৫ সালে লুইস কমফোর্ট টিফানি অ্যান্ড আর্টিস্টস নামের একটির ট্রাস্ট চালু করেছিলেন তিনি, যার অর্থায়নে সেখানে শিল্পীদের হাতে তৈরি হতো বিভিন্ন ধরনের চমত্কার সব অলংকরণ সামগ্রী। সেগুলোর মধ্যে ল্যাম্প ছিল সবচেয়ে আকর্ষণীয় আর জনপ্রিয়। অল্প কদিনেই সেই ল্যাম্পগুলো পৃথিবীর বিভিন্ন দেশে চড়া দামে বিক্রি করেছিলেন তাঁরা। ১৯০৬ সালে টিফানি স্টুডিও থেকে লোটাস নামের সেই ল্যাম্পগুলো বিক্রি করা হয়েছিল প্রায় ৫৩ হাজার টাকায়। তা বেশ পুরোনো কথা। এখন আর সেই লোটাস ল্যাম্পের ছড়াছড়ি নেই বাজারে। পৃথিবীতে আর একটিমাত্র লোটাস ল্যাম্পই টিকে আছে এখন। এবং তা ১৯৯৭ সালের ১২ ডিসেম্বর নিউইয়র্কের এক নিলামে বিক্রি করা হয় প্রায় ২০ কোটি টাকায়! পৃথিবীর সবচেয়ে দামি ল্যাম্পের তালিকায় তাই লোটাস ল্যাম্পের নামটিই সবার ওপরে।

0 comments:

Post a Comment