যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন Mercer গত ২৮ এপ্রিল ২০০৯ এক জরিপ প্রতিবেদন প্রকাশ করে। বিশ্বের ২১৫টি শহরের মধ্যে চালানো হয় এ জরিপ।
* বসবাসের জন্য বিশ্বের সেরা তিন শহর- ১। ভিয়েনা (অস্ট্রিয়া), ২। জুরিখ (সুইজারল্যান্ড) ও ৩। জেনেভা (সুইজারল্যান্ড)।
*অবকাঠামোগত দিক থেকে বিশ্বের সেরা তিন শহর- ১। সিঙ্গাপুর, ২। মিউনিখ (জার্মানি) ও ৩। কোপেনহেগেন (ডেনমার্ক)।
* বসবাসের জন্য উপযোগিতা বিবেচনা করে ঢাকার অবস্থান ২০৫ এবং অবকাঠমোগত দিক থেকে ১৯৭। * জরিপের সর্বশেষ (২১৫তম) অবস্থানে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ।
Vienna, Austria
Zurich, Switzerland
Geneva, Switzerland
Singapore
Munich, Germany
Copenhagen, Denmark
Dhaka, Bangladesh
Baghdad, Iraq
0 comments:
Post a Comment