Sunday, October 4, 2009

পুতুল নাচ (পাপেট শো)

0 comments
পুতুলনাচে অভিনেতা সরু কাঠের ছড়ির সাহায্যে পুতুল বা পাপেটগুলোকে ধরে রাখে এবং তাদের গতিবিধি নিয়ন্ত্রন করে। পাপেট সাধারনত তিন আকৃতির হয়ে থাকে ছোট, মাঝারি এবং বৃহদাকার। বিভিন্ন স্থানে পাপেট ভিন্ন ভিন্ন হয়ে থাকে। ছবির পাপেটটি কাঠ দিয়ে তৈরি। পাপেটের বহিরাঙ্গে রঙ করা হয়েছে এবং এর চোখ স্পন্দনশীল। এটির আকৃতি ঐতিহ্যিক অপেরার চরিত্রের মতো। এর চোখগুলোতে অতিরঞ্জন রয়েছে; সাদা আর কালো রঙের। এর নাক বিশাল এবং চ্যাপ্টা, নিচের দিকে ঝোলানো গোঁফ রয়েছে। পটভূমিতে সাদা রঙ ব্যবহার করা হয়েছে আর গোঁফ , চোখ ও ভ্রুতে ব্যবহার করা হয়েছে কালো রঙ।



চীনের অনেক অঞ্চলে পাপেট শো প্রচলিত রয়েছে। বিভিন্ন অঞ্চলে এর নির্মান শৈলী, অবয়ব খোদাই ও অলংকরণ স্থানীয় অপেরার সঙ্গে সাযুজ্যপূর্ণ।

0 comments:

Post a Comment